
বাংলা রিডার ডেস্ক:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) এবং হল সংসদ নির্বাচনে ব্যাপক অনিয়মের অভিযোগ তুলে ছাত্রদল সমর্থিত প্যানেল নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নিয়েছে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৩:৪৫ মিনিটে মওলানা ভাসানী হলে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে ছাত্রদলের জিএস প্রার্থী তানজিলা হোসাইন বৈশাখী এ ঘোষণা দেন। ভিপি প্রার্থী মো. শেখ সাদী হাসানও উপস্থিত ছিলেন।
বৈশাখী অভিযোগ করেন, তাজউদ্দীন হলে তাদের প্রবেশ বাধা দেওয়া হয়েছে, ভোটার তালিকায় অনেকের ছবি নেই এবং ২১ নং হলে বিশৃঙ্খলা সৃষ্টি করা হয়েছে। এছাড়াও জাহানারা ইমাম হলে স্বতন্ত্র প্রার্থীর উপর হামলার ঘটনা ঘটে।
তিনি আরও বলেন, নির্বাচন পুরোপুরি নিরপেক্ষ নয়। জামায়াত নেতাদের সরবরাহকৃত ওএমআর মেশিন ব্যবহার করতে তারা ইচ্ছুক ছিল না, কিন্তু শেষ পর্যন্ত ওই মেশিন ও ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ হয়েছে। তিনি প্রশ্ন তুলেন, ভোটের ১০ থেকে ২০ শতাংশ অংশ শিবিরের জন্য কীভাবে বরাদ্দ হয়েছে?
বৈশাখী বলেন, মেয়েদের হলে একই ব্যক্তি বারবার ভোট দিতে গেছেন এবং শিবিরপন্থী কিছু সাংবাদিক ছাত্রদলের প্রার্থীদের সঙ্গে খারাপ ব্যবহার করেছেন। তিনি এই নির্বাচনকে ‘কারচুপি ও প্রহসনের নির্বাচন’ হিসেবে আখ্যায়িত করেন এবং বলছেন, তাই তাদের পক্ষ থেকে ভোট বর্জনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরও উল্লেখ করেন, শিক্ষার্থীদের মনের প্রতিফলন এই নির্বাচনে দেখা যাচ্ছে না।
জানানো হয়েছে, সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলতে থাকা জাকসু নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১১,৭৪৩ জন, যার মধ্যে ৫,৭২৮ জন ছাত্রী এবং ৬,০১৫ জন ছাত্র। বিশ্ববিদ্যালয়ের ২১টি হল কেন্দ্রে ২২৪টি বুথে ভোটগ্রহণ চলছে। কিছু কিছু কেন্দ্র ছাড়া বেশিরভাগ কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ২৫টি পদে মোট ১৭৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বি
তা করছেন।