
বাংলা রিডার ডেস্ক
নেপালের চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে কাঠমান্ডুতে এক বাংলাদেশি পরিবার মারধর ও লুটের শিকার হয়েছে। এছাড়া দেশটির বিভিন্ন এলাকা থেকে আরও ২০ জন বাংলাদেশিকে উদ্ধার করেছে কাঠমান্ডুর বাংলাদেশ দূতাবাস।
দূতাবাস সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিক্ষোভকারীরা নেপালের রাজধানী কাঠমান্ডুর একটি হোটেলে ভাঙচুর ও হামলা চালায়। সেই সময় হোটেলটিতে অবস্থান করছিল একটি তিন সদস্যের বাংলাদেশি পরিবার। হামলাকারীরা তাদের মারধর করে এবং মালামাল লুট করে। পরে দূতাবাসের হস্তক্ষেপে পরিবারটিকে উদ্ধার করে আশ্রয় দেওয়া হয়।
একই দিনে কাঠমান্ডুর বিখ্যাত হায়াত রিজেন্সি হোটেলেও হামলা চালায় বিক্ষোভকারীরা। ওই হোটেলেই অবস্থান করছিলেন ক্ষতিগ্রস্ত বাংলাদেশি পরিবারটি।
এছাড়া, বিক্ষোভের মধ্যে পড়ে পর্যটকবাহী একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা। ওই গাড়িতে ছিলেন এক বাংলাদেশি তরুণী। তিনি শারীরিকভাবে সুস্থ আছেন, তবে তার ব্যাগ—যাতে পাসপোর্ট ও অর্থসহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র ছিল—পুড়ে গেছে।
বাংলাদেশ দূতাবাস আরও জানিয়েছে, সহিংসতার মধ্যে মোট ২০ জন বাংলাদেশিকে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এর মধ্যে ১০ জনকে কাঠমান্ডুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এবং আরও ১০ জনকে শহরের বিভিন্ন এলাকা থেকে উদ্ধার করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নির্ধারিত হোটেলে পৌঁছে দেওয়া হয়েছে। তারা সবাই মঙ্গলবারের (৯ সেপ্টেম্বর) ফ্লাইটের যাত্রী ছিলেন।
দূতাবাস সংশ্লিষ্টদের মাধ্যমে অন্যান্য বাংলাদেশিদের দিকনির্দেশনা ও সহায়তা প্রদান অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে।