
বাংলা রিডার ডেস্ক
নেপালের রাজধানী কাঠমান্ডু ও আশপাশের উপত্যকাজুড়ে আগামী শুক্রবার (১২ সেপ্টেম্বর) পর্যন্ত কারফিউ জারি করেছে দেশটির সেনাবাহিনী। চলমান সহিংসতা ও বিশৃঙ্খলার মধ্যে জনগণের নিরাপত্তা এবং সরকারি সম্পদ রক্ষায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে বুধবার (১০ সেপ্টেম্বর) এক বিবৃতিতে জানায় সেনাবাহিনী।
সরকার পতনের পর থেকে রাজধানীতে টানটান উত্তেজনা বিরাজ করছে। গত সোমবার পুলিশের দমন-পীড়নে বহু বিক্ষোভকারী নিহত হন, যার জেরে দেশজুড়ে ক্ষোভ ও সহিংসতা ছড়িয়ে পড়ে। উত্তেজিত জনতা পার্লামেন্ট ভবন, সুপ্রিম কোর্ট ও ঐতিহাসিক সিংহ দরবার প্রাসাদে আগুন ধরিয়ে দেয়। মঙ্গলবার রাত পর্যন্ত এসব স্থানে আগুন জ্বলতে থাকে, ধ্বংস হয় গুরুত্বপূর্ণ নথিপত্র ও অবকাঠামো।
এই অরাজক পরিস্থিতির সুযোগ নিয়ে দুর্বৃত্তরা রাজধানীর বিভিন্ন এলাকায় লুটপাট চালিয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় বনেশ্বর এলাকার রাষ্ট্রীয় বাণিজ্য ব্যাংকে হামলার ঘটনা ঘটে। ব্যাংক কর্মকর্তারা জানান, সংঘবদ্ধ একটি দল ব্যাংকে ডাকাতি চালায়।
এক কর্মচারীর ভাষ্য অনুযায়ী, হামলাকারীরা মূল রাজনৈতিক আন্দোলনের সঙ্গে যুক্ত নয়। তারা ‘জেন জি আন্দোলন’-এর নাম ব্যবহার করে সুযোগ নিচ্ছে এবং আসলে একটি অপরাধী গোষ্ঠী বিশৃঙ্খল পরিস্থিতিকে ঢাল হিসেবে ব্যবহার করছে।
কারফিউ চলাকালে রাস্তায় টহল দিচ্ছে সেনাবাহিনী। পথচারীদের পরিচয়পত্র ও কাগজপত্র পরীক্ষা করা হচ্ছে। সরকারের পক্ষ থেকে সবাইকে ঘরে থাকার আহ্বান জানানো হয়েছে এবং জরুরি প্রয়োজনে বাইরে বের হওয়ার আগে অনুমতির নির্দেশ দেওয়া হয়েছে।
সূত্র: খবর হাব / এএফপি