জাকসু নির্বাচনে ভোটগ্রহণ শুরু

বাংলা রিডার ডেস্ক
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টায়। বিশ্ববিদ্যালয়ের ২১টি হলের ২২৪টি বুথে একযোগে ভোটগ্রহণ শুরু হয়, যা চলবে টানা বিকেল ৫টা পর্যন্ত।

এর আগে, বুধবার গভীর রাতে প্রতিটি কেন্দ্রে ব্যালট বাক্স পৌঁছে দেওয়া হয় এবং সকালে ব্যালট সরবরাহ সম্পন্ন করা হয়।

নির্বাচনকে ঘিরে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। ক্যাম্পাসে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে মোতায়েন করা হয়েছে ১,৫০০ পুলিশ সদস্য, ৭ প্লাটুন বিজিবি এবং ৫ প্লাটুন আনসার। এছাড়া, যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ক্যাম্পাসে এবং ক্যাম্পাসের বাইরেও অবস্থান করছেন।

নিরাপত্তার স্বার্থে ১০ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা থেকে ১২ সেপ্টেম্বর দুপুর ১২টা পর্যন্ত মীর মশাররফ হোসেন হল গেট ও প্রান্তিক গেট ব্যতীত সকল গেট বন্ধ রাখা হয়েছে। এছাড়া, ১১ সেপ্টেম্বর সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ক্যাম্পাসের বিভিন্ন দোকান ও মার্কেট বন্ধ থাকবে। তবে, আবাসিক হলের ভেতরের ক্যান্টিন ও দোকানগুলো খোলা রাখতে নির্দেশ দেওয়া হয়েছে এবং যথেষ্ট পরিমাণ খাবার মজুত রাখার ব্যবস্থা নেওয়া হয়েছে।

তবে জরুরি পরিষেবা (নিরাপত্তা, পানি, বিদ্যুৎ, গ্যাস, ইন্টারনেট) ছাড়া ১২ সেপ্টেম্বর দুপুর ১২টা পর্যন্ত ক্যাম্পাসে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করা হয়েছে। শুধু শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের গোলাকার স্টিকারযুক্ত গাড়ি এবং নির্বাচন কমিশনের স্টিকারযুক্ত যানবাহন প্রবেশের অনুমতি পাবে। সব স্টাফ বাস ক্যাম্পাসে প্রবেশ করবে প্রান্তিক গেট দিয়ে।

এবারের জাকসু নির্বাচনে কেন্দ্রীয়ভাবে ২৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৭৮ জন প্রার্থী। এর মধ্যে সহসভাপতি (ভিপি) পদে ৯ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ৯ জন, যুগ্ম সাধারণ সম্পাদক (নারী) পদে ৬ জন এবং যুগ্ম সাধারণ সম্পাদক (পুরুষ) পদে ১০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

প্রার্থীদের মধ্যে ২৫ শতাংশ নারী, বাকি ৭৫ শতাংশ পুরুষ। ভিপি পদে কোনো নারী প্রার্থী নেই। জিএস পদে ১৫ জনের মধ্যে নারী প্রার্থী রয়েছেন মাত্র ২ জন। সব মিলিয়ে হল সংসদের প্রার্থীদের মধ্যে ২৪.৪ শতাংশ ছাত্রী। মেয়েদের পাঁচটি হলে ১৫টি পদের জন্য কোনো প্রার্থীই নেই।

নির্বাচনে অংশ নিচ্ছে মোট আটটি প্যানেল। বাম, ডানপন্থী, ছাত্রদল ও স্বতন্ত্র প্রার্থীদের সমন্বয়ে গঠিত এই প্যানেলগুলো হলো: ছাত্রদল: ভিপি পদে শেখ সাদী হাসান, জিএস পদে তানজিলা হোসেন বৈশাখী, বাগাছাসের ‘শিক্ষার্থী ঐক্য ফোরাম’: আরিফুজ্জামান উজ্জ্বল (ভিপি), আবু তৌহিদ মোহাম্মদ সিয়াম (জিএস), ইসলামী ছাত্রশিবিরের ‘সমন্বিত শিক্ষার্থী জোট’: আরিফুল্লাহ আদিব (ভিপি), মাজহারুল ইসলাম (জিএস), স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন: আব্দুর রশিদ জিতু (ভিপি), মো. শাকিল আলী (জিএস)

‘সম্প্রীতির ঐক্য’ প্যানেল: শরণ এহসান (জিএস), নুর এ তামীম স্রোত (এজিএস–পুরুষ), ফারিয়া জামান নিকি (এজিএস–নারী)। ভিপি প্রার্থী অমর্ত্য রায় জনের প্রার্থিতা আদালত বাতিল করেছেন।

ছাত্র ইউনিয়ন–ছাত্রফ্রন্টের ‘সংশপ্তক পর্ষদ’: জাহিদুল ইসলাম ঈমন (জিএস), সোহাগী সামিয়া জান্নাতুল ফেরদৌস (এজিএস–নারী)

বিজ্ঞাপন

Recommended For You