
বাংলা রিডার ডেস্ক
নেপালে অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে আসছেন সুপ্রিম কোর্টের সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি। চলমান রাজনৈতিক সংকট এবং গণআন্দোলনের প্রেক্ষাপটে তাকে অন্তর্বর্তী প্রধান হিসেবে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সুশীলা কার্কি সরকার ও বিচার বিভাগে দুর্নীতির বিরুদ্ধে বরাবরই কড়া অবস্থান নিয়ে আলোচনায় ছিলেন। সাম্প্রতিক তরুণ প্রজন্মের আন্দোলন—বিশেষ করে ‘জেন-জেড’-এর দুর্নীতি বিরোধী বিক্ষোভে তিনি সরাসরি সমর্থন জানিয়েছেন এবং বিভিন্ন প্ল্যাটফর্মে একাত্মতা প্রকাশ করেছেন। জানা গেছে, তিনি আন্দোলনকারীদের সঙ্গে নিয়মিত যোগাযোগও রেখেছেন।
এর আগে দেশজুড়ে সহিংস বিক্ষোভ ও অস্থিরতার মধ্যে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করেন। তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন প্রেসিডেন্ট রামচন্দ্র পাওদেল। রাজনৈতিক অস্থিরতার মধ্যে প্রেসিডেন্ট বর্তমানে সেনাবাহিনীর সুরক্ষায় রয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
সুশীলা কার্কির অন্তর্বর্তী নেতৃত্বে দেশটিতে একটি শান্তিপূর্ণ রাজনৈতিক প্রক্রিয়া ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের প্রত্যাশা করছে জনসাধারণ ও আন্তর্জাতিক মহল।