
বাংলা রিডার ডেস্ক
প্রায় ২৪ ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় চালু হয়েছে নেপালের রাজধানী কাঠমান্ডুর ত্রিভূবন আন্তর্জাতিক বিমানবন্দর। মঙ্গলবার দুপুরে বিমান চলাচল স্বাভাবিক হয় বলে বিবিসিকে নিশ্চিত করেছেন বিমানবন্দরের মুখপাত্র রিনজি শেরপা।
দেশজুড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞা এবং দুর্নীতি দমনে সরকারের ব্যর্থতার প্রতিবাদে চলমান গণআন্দোলনের মুখে মঙ্গলবার পদত্যাগ করেন দেশটির প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি।
তবে তার পদত্যাগের পরও পরিস্থিতি শান্ত হয়নি। বিভিন্ন এলাকায় বিক্ষোভ, অগ্নিসংযোগ এবং ধোঁয়ার কারণে নিরাপত্তাজনিত শঙ্কায় গতকাল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় ত্রিভূবন আন্তর্জাতিক বিমানবন্দর।
এর ফলে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সব রুটে বিমান চলাচল স্থগিত ছিল। পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসায় আজ বিমান চলাচল স্বাভাবিক হয়।