
বাংলা রিডার ডেস্ক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের সম্ভাব্য ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রাথমিক হিসাব অনুযায়ী, এবার মোট কেন্দ্রের সংখ্যা দাঁড়িয়েছে ৪২ হাজার ৬১৮টি।
বুধবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নির্বাচন কমিশন সচিব মো. আখতার হোসেন।
তিনি জানান, দেশের মোট ভোটার সংখ্যা বর্তমানে ১২ কোটি ৬১ লাখ ৬১ হাজার ২০১ জন। গড়ে প্রতি ৩ হাজার ভোটারের জন্য একটি কেন্দ্র নির্ধারণ করে মোট ৪২,৬১৮টি কেন্দ্রের খসড়া তালিকা প্রস্তুত করা হয়েছে।
ভোটকক্ষের সংখ্যাও উল্লেখযোগ্য হারে বেড়েছে। ইসি জানায়, পুরুষ ভোটারদের জন্য ৬০০ জনে একটি করে এবং মহিলা ভোটারদের জন্য ৫০০ জনে একটি করে ভোটকক্ষ নির্ধারণ করা হয়েছে। সে অনুযায়ী, পুরুষদের জন্য ১ লাখ ১৪ হাজার ৯৩৯টি এবং নারীদের জন্য ১ লাখ ২৯ হাজার ১০৭টি—মোট ২ লাখ ৪৪ হাজার ৪৬টি ভোটকক্ষ নির্ধারণ করা হয়েছে।
ইসি সচিব আরও জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোটকেন্দ্র ছিল ৪২ হাজার ১৫০টি। এবারের খসড়ায় কেন্দ্র বেড়েছে ৪৬৮টি। প্রকাশিত এ খসড়া তালিকার ওপর জনগণ বা রাজনৈতিক দলগুলো ২৫ সেপ্টেম্বর পর্যন্ত দাবি ও আপত্তি জানাতে পারবে। এসব আবেদন নিষ্পত্তি হবে ১২ অক্টোবরের মধ্যে এবং চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করা হবে ২০ অক্টোবর।
তিনি জানান, নির্বাচন কমিশন আগামী ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা এবং ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ভোটগ্রহণের লক্ষ্যে নির্বাচন সংক্রান্ত প্রস্তুতি দ্রুত এগিয়ে নিচ্ছে।