চাঁদপুরে ডিপ্রোমা ইন্জিনিয়ারিং পেশাজীবী সংগ্রাম পরিষদের মানববন্ধন

বাংলা রিডার ডেস্ক
প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কর্তৃক প্রকৌশল অধিকার আন্দোলনের ব্যানারে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রম ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বিরুদ্ধে অব্যাহত ষড়যন্ত্রের প্রতিবাদে ৭দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে চাঁদপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পেশাজীবী সংগ্রাম পরিষদের আয়োজনে মঙ্গলবার দুপুরে ষোলঘর চাঁদপুর সেচ প্রকল্প কার্যালয়ের সম্মুখ সড়কে এ মানববন্ধন করা হয়। এতে বক্তব্য রাখেন মেঘনা -ধনাগোদা পানি উন্নয়ন বিভাগের ভারপ্রাপ্ত উপ বিভাগীয় প্রকৌশলী মো. সালাহউদ্দিন।

এসময় মানববন্ধনে অংশ নেন পানি উন্নয়ন বিভাগের যান্ত্রিক শাখার উপবিভাগীয় প্রকৌশলী মো.নাছির উদ্দিন,চাঁদপুর পানি উন্নয়ন বিভাগের ভারপ্রাপ্ত উপবিভাগীয় প্রকৌশলী মো.মোস্তাফিজুর রহমান, গণপূর্ত অধিদফতরের উপসহকারী প্রকৌশলী মো.ইমাম হোসেন, চাঁদপুর সড়ক ও জনপথ বিভাগের উপসহকারী প্রকৌশলী মো. সাহিন, চাঁদপুর পানি উন্নয়ন বিভাগের উপ সহকারী প্রকৌশলী ফাহিম শিহাব ইভান, মেঘনা -ধনাগোদা পানি উন্নয়ন বিভাগের উপ সহকারী প্রকৌশলী .আবুল হাসনাত,চাঁদপুর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ইন্সট্রাক্টর মনির আহমেদ ভূঁইয়া প্রমুখ।

বিজ্ঞাপন

Recommended For You