শেখ হাসিনার পূবালী ব্যাংকে লকার জব্দ

বাংলা রিডার ডেস্ক 

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি) ঢাকার মতিঝিলের পূবালী ব্যাংক শাখায় অবস্থিত একটি লকার জব্দ করেছে, যেটি শেখ হাসিনার নামে নিবন্ধিত বলে কর্মকর্তারা জানিয়েছেন। বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে সেনা কল্যাণ ভবনে অবস্থিত ব্যাংকের ওই লকারটি জব্দ করা হয়।

সিআইসির মহাপরিচালক আহসান হাবীব জানান, প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। জব্দ করা লকারটির নম্বর ১২৮ এবং সেটির একটি চাবি এখনো সংশ্লিষ্ট গ্রাহকের কাছে রয়েছে বলে জানা গেছে। লকারটিতে স্বর্ণালংকার, গুরুত্বপূর্ণ নথি কিংবা অন্যান্য সম্পদ থাকতে পারে, তবে এখনো আনুষ্ঠানিকভাবে সেটি খোলা হয়নি।

সিআইসির একটি দল আইনি প্রক্রিয়া অনুসরণ করে লকারটি খুলবে এবং তল্লাশি পরিচালনা করবে। এনবিআর সূত্র বলছে, লকারের ভেতরের উপাদান তদন্তে সহায়ক হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ঘটনাটি দেশের রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোচনার জন্ম দিয়েছে। সংশ্লিষ্ট গোয়েন্দা ও প্রশাসনিক সংস্থাগুলোও বিষয়টির ওপর বাড়তি নজর দিচ্ছে।

তদন্ত চলমান থাকায় এনবিআর বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখনও আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু প্রকাশ করেনি। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত চূড়ান্ত কোনো মন্তব্য করা হয়নি।

বিজ্ঞাপন

Recommended For You