নেপালে জেল ভেঙে বন্দিদের পালানো, দেশজুড়ে চরম উত্তেজনা

বাংলা রিডার ডেস্ক 

নেপালে চলমান রাজনৈতিক সংকট নতুন মোড় নিয়েছে। দুর্নীতিবিরোধী বিক্ষোভের মুখে দেশটির প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি ও রাষ্ট্রপতি পদত্যাগ করার পর দেশজুড়ে সহিংসতা ছড়িয়ে পড়েছে। উত্তাল জনতা মন্ত্রী ও সরকারি কর্মকর্তাদের ওপর হামলা চালাচ্ছে, হুমকি দিচ্ছে এবং রাজধানী কাঠমান্ডুসহ বিভিন্ন স্থানে সরকারি ভবনে অগ্নিসংযোগ করেছে।

সাম্প্রতিক সহিংসতার সবচেয়ে নাটকীয় ঘটনা ঘটেছে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) পশ্চিম নেপালের ধনগড়ি কারাগারে, যেখানে বিক্ষোভকারীরা জেল ভেঙে হামলা চালায় এবং বহু বন্দিকে মুক্ত করে। ওই ঘটনায় ন্যাশনাল ইন্ডিপেন্ডেন্ট পার্টির (RSVP) সভাপতি রবি লামিছানে-কে কারাগার থেকে বের করে আনেন তার সমর্থকরা।

লামিছানের সহযোগী দীপক বোহারা জানিয়েছেন, তিনি বর্তমানে নিরাপদে রয়েছেন।

ঘটনার সময়কার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায়, পুলিশের উপস্থিতিতেই লামিছানেকে ঘিরে উল্লাস করছেন বিক্ষোভকারীরা। আরএসভিপির কয়েকজন কর্মী পুরো ঘটনাটি ফেসবুক লাইভে সম্প্রচার করেন।

এর আগে, বিক্ষোভের চাপে প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি হেলিকপ্টারে করে দেশ ছেড়ে পালিয়ে যান বলে জানিয়েছেন তার ঘনিষ্ঠ সহকারী প্রকাশ সিলওয়াল। কাঠমান্ডুতে দুই দিন ধরে চলা সহিংস আন্দোলনের পর মঙ্গলবার সকালে তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেন।

সরকারবিরোধী এই বিক্ষোভে এ পর্যন্ত ১৯ জন নিহত হয়েছে এবং বহু মানুষ আহত হয়েছেন বলে জানা গেছে।

সূত্র: রয়টার্স, স্থানীয় সংবাদমাধ্যম

বিজ্ঞাপন

Recommended For You