
বাংলা রিডার ডেস্ক
চাঁদপুর সদর উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের ১২৫ জন কৃতি শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। পাশাপাশি শিক্ষার মানোন্নয়ন নিয়ে অনুষ্ঠিত হয়েছে মতবিনিময় সভা।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সদর উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠান হয়। এতে সদর উপজেলার ৫২টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বাইসাইকেল পান।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। তিনি বলেন, “শিক্ষার্থীদের জন্য বাইসাইকেল শুধু বাহন নয়, এটি তাদের সময়মতো স্কুলে পৌঁছাতে এবং পড়াশোনায় মনোযোগী হতে সহায়তা করবে। তবে শুধু বাইসাইকেল পেলেই চলবে না, তাদের আত্মপ্রচেষ্টাও জরুরি।”
তিনি আরও বলেন, শিক্ষার মানোন্নয়নে সরকারের পাশাপাশি শিক্ষক, অভিভাবক ও সমাজের সকলে দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত।
সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাখাওয়াত জামিল সৈকত।
এছাড়া উপস্থিত ছিলেন সদর মডেল থানার ওসি মো. বাহার মিয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আলী জিন্নাহসহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, শিক্ষক ও অভিভাবকরা। অনুষ্ঠানের শেষে অতিথিরা শিক্ষার্থীদের হাতে বাইসাইকেল তুলে দেন।