ডাকসুর শীর্ষ তিন পদে শিবির-সমর্থিতদের জয়

বাংলা রিডার ডেস্ক
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস) এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে জয় পেয়েছেন ইসলামী ছাত্রশিবির-সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরা।

সোমবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষে রাতভর চলে গণনা। পরদিন মঙ্গলবার সকালে সিনেট ভবনে নির্বাচনের ফল ঘোষণা করেন প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন।

প্রাপ্ত ফলাফল: সহ-সভাপতি (ভিপি):মো. আবু সাদিক (সাদিক কায়েম) – ১৪,০৪২ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বী আবিদুল ইসলাম খান (ছাত্রদল) – ৫,৭০৮ ভোট

সাধারণ সম্পাদক (জিএস): এস এম ফরহাদ – ১০,৭৯৪ ভোট, প্রতিদ্বন্দ্বী তানবীর বারী হামীম (ছাত্রদল) – ৫,২৮৩ ভোট

সহ-সাধারণ সম্পাদক (এজিএস): মো. মহিউদ্দিন খান – ১১,৭৭২ ভোট

ভিপি পদের স্বতন্ত্র প্রার্থী উমামা ফাতেমা (স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য) পেয়েছেন ৩,৩৮৯ ভোট। তিনি এবং ছাত্রদলের আবিদুল ইসলাম খান ভোটে “কারচুপির অভিযোগ” তুলে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন।

এদিকে নির্বাচন নিয়ে কোনও অনিয়মের অভিযোগ প্রত্যাখ্যান করে প্রধান রিটার্নিং কর্মকর্তা দাবি করেন, “এটি ছিল একটি মডেল নির্বাচন।”

বিজ্ঞাপন

Recommended For You