
বাংলা রিডার ডেস্ক
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে শীর্ষ তিন পদে বিজয়ের পথে রয়েছে ছাত্রশিবির-সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা।
বুধবার (১০ সেপ্টেম্বর) ভোর পর্যন্ত ৮টি কেন্দ্রের আওতাধীন ১৮টি হলের ভোট গণনা শেষে দেখা যায়, ভিপি (সভাপতি) পদে সাদিক কায়েম, জিএস (সাধারণ সম্পাদক) পদে এস এম ফরহাদ এবং এজিএস (সহকারী সাধারণ সম্পাদক) পদে মহিউদ্দীন খান এগিয়ে রয়েছেন।
ভিপি পদে ভোটের চিত্র: সাদিক কায়েম (শিবির-সমর্থিত): ১৪,০৪২ ভোট, আবিদুল ইসলাম খান (ছাত্রদল-সমর্থিত): ৫,৬৫৮ ভোট, শামীম হোসেন (স্বতন্ত্র): ৩,৬৮১ ভোট, উমামা ফাতেমা (স্বতন্ত্র): ৩,৩৮৯ ভোট।
জিএস পদে এস এম ফরহাদ (শিবির-সমর্থিত): ১০,৮৯৪ ভোট, তানভীর বারী হামীম (ছাত্রদল-সমর্থিত): ৫,২৮৩ ভোট, মেঘমল্লার বসু (প্রতিরোধ পর্ষদ): ৪,৯৪৯ ভোট।
এজিএস পদে মহিউদ্দীন খান (শিবির-সমর্থিত): ৯,৫০১ ভোট, তানভীর আল হাদী মায়েদ (ছাত্রদল-সমর্থিত): ৪,২৫৪ ভোট।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোট ১৮টি হলের ফল প্রকাশিত হয়েছে। এর মধ্যে মেয়েদের ৫টি এবং ছেলেদের ১৩টি হল রয়েছে। উল্লেখযোগ্য কিছু ফলাফল নিচে তুলে ধরা হলো:
রোকেয়া হল: সাদিক কায়েম ১,৪৭২ ভোট (সর্বোচ্চ), ফরহাদ ১,১২০ ভোট, শামসুন্নাহার হল: সাদিক কায়েম ১,১১৪ ভোট, ফরহাদ ৮১৪ ভোট, বিজয় একাত্তর হল: সাদিক কায়েম ৯৯১ ভোট, ফরহাদ ৭৭৯ ভোট, শহীদুল্লাহ হল: সাদিক কায়েম ৯৬৬ ভোট, ফরহাদ ৭৭৩ ভোট, জগন্নাথ হল: ব্যতিক্রম হিসেবে এখানে আবিদুল ইসলাম পেয়েছেন ১,২৭৬ ভোট (সর্বোচ্চ), সাদিক মাত্র ১০ ভোট।
ভোটার ও প্রার্থী সংখ্যা: মোট ভোটার: ৩৯,৮৭৪, ছাত্রী: ১৮,৯৫৯, ছাত্র: ২০,৯১৫।
ডাকসুতে ২৮টি পদের জন্য প্রার্থী: ৪৭১, নারী প্রার্থী: ৬২, ১৮টি হল সংসদে ২৩৪টি পদের জন্য প্রতিদ্বন্দ্বী: ১,০৩৫ জন
প্রায় সবকটি কেন্দ্রেই শিবির-সমর্থিত প্যানেলের উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে থাকা স্পষ্ট। যদিও জগন্নাথ হল ও কয়েকটি কেন্দ্র ব্যতিক্রম, তবে সামগ্রিক চিত্রে ভিপি, জিএস ও এজিএস পদে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সম্ভাব্য জয় নিশ্চিত বলেই মনে করছেন পর্যবেক্ষকরা।