নিরাপত্তা শঙ্কায় স্থগিত নেপালের ত্রিভুবন বিমানবন্দরের সব ফ্লাইট

বাংলা রিডার ডেস্ক
নেপালের রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) হঠাৎ করে সব আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইট স্থগিত ঘোষণা করা হয়েছে।
নিরাপত্তাজনিত গুরুতর শঙ্কা এবং পরিবহন ব্যাঘাতের কারণে দুপুরের পর এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছে কাঠমান্ডু পোস্ট।

স্থানীয় সময় দুপুর ১২টা ৪৫ মিনিটে রাজধানীর কোঠেশ্বর এলাকায় ঘন ধোঁয়া দেখা দেয়। এরপরই বিমানবন্দরের কার্যক্রমে বিঘ্ন ঘটে।
বিমানবন্দরের মহাব্যবস্থাপক হংসরাজ পাণ্ডে বলেন, “ধোঁয়ার উৎস পরিষ্কার না হওয়ায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সব ফ্লাইট স্থগিত রাখা হয়েছে।”

যদিও বিমানবন্দর পুরোপুরি বন্ধ করা হয়নি, তবু যাত্রী ও ক্রুদের চলাচল বাধাগ্রস্ত হওয়ায়, ফ্লাইটগুলোর সময়মতো উড্ডয়ন সম্ভব হয়নি। বুদ্ধ এয়ারসহ সব দেশীয় এয়ারলাইন্স ফ্লাইট বাতিল করে দিয়েছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, “আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি এবং যাত্রীদের কাছে এ অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য দুঃখ প্রকাশ করছি।”

সাম্প্রতিক সময়ে নেপালে জেন জি তরুণদের নেতৃত্বে বড় বিক্ষোভ, সরকারবিরোধী আন্দোলনে সহিংসতা, অগ্নিসংযোগ, নেতা-মন্ত্রীদের বাড়িতে হামলার প্রেক্ষাপটে বিমানবন্দরের আশপাশে ধোঁয়ার উপস্থিতি নিরাপত্তা সংশ্লিষ্টদের উদ্বিগ্ন করে তোলে।

নেপালের চলমান রাজনৈতিক অস্থিরতা এবার ছড়িয়ে পড়েছে দেশের আকাশপথেও। রাজধানীর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে সব ফ্লাইট স্থগিত থাকায় যাত্রীদের পড়তে হয়েছে চরম ভোগান্তিতে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফ্লাইট চলাচল অনিশ্চিত বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

বিজ্ঞাপন

Recommended For You