
বাংলা রিডার ডেস্ক
এশিয়া কাপ জয়ের দৃঢ় প্রত্যয় নিয়ে রোববার আবুধাবির উদ্দেশে রওনা দিয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। দেশ ছাড়ার আগে ক্রিকেটারদের চোখেমুখে ছিল আত্মবিশ্বাসের ছাপ—লক্ষ্য একটাই, শিরোপা।
প্রস্তুতি পর্বের মাঝপথেই উইকেটকিপার ব্যাটার জাকের আলি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিলেন, “এবার আমাদের লক্ষ্য একটাই—চ্যাম্পিয়ন হওয়া।” দেশ ছাড়ার আগেও সেই বিশ্বাসে অটল ছিলেন তিনি। অধিনায়ক লিটন দাস-ও একই স্বপ্ন বুকে ধারণ করে দলের সঙ্গে যাত্রা করেন সংযুক্ত আরব আমিরাতের পথে।
রোববার সকালে প্রথম ফ্লাইটে আবুধাবির উদ্দেশে দেশ ছাড়েন: লিটন দাস, তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, শামীম হোসেন, জাকের আলি, রিশাদ হোসেন, শেখ মেহেদি হাসান, তাওহিদ হৃদয়সহ আরও কয়েকজন। বাকি সদস্যরা সন্ধ্যার ফ্লাইটে দলের সঙ্গে যোগ দিয়েছেন।
বাংলাদেশ দল প্রায় এক মাস ধরে প্রস্তুতি চালিয়েছে। প্রথমে কঠোর ফিটনেস ট্রেনিং। এরপর ব্যাটিং-বোলিং স্কিল শানানো। মিরপুর ও সিলেটে নিবিড় ক্যাম্প।
পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উড ছিলেন বিশেষ সহায়তায় প্রস্তুতির অংশ হিসেবে নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ। যেখানে জয় পায় বাংলাদেশ ,এই পুরো প্রস্তুতি পর্বেই দলের মধ্যে তৈরি হয়েছে জয়ের আত্মবিশ্বাস।
জাকের আলি বলেন, “আমরা সবাই বিশ্বাস করি এবার চ্যাম্পিয়ন হতে পারব। ফিটনেস থেকে শুরু করে স্কিল ট্রেনিং ও নেদারল্যান্ডস সিরিজ—সবই খুব ভালো হয়েছে। আমরা ম্যাচ বাই ম্যাচ এগোতে চাই, লক্ষ্য ভালো টুর্নামেন্ট উপহার দেওয়া।”
প্রথম ম্যাচ: বৃহস্পতিবার, বনাম হংকং (আবুধাবি) এরপর প্রতিপক্ষ: আফগানিস্তান ও শ্রীলঙ্কা
বিশ্লেষক আকাশ চোপড়া ও রাসেল আর্নল্ড মনে করছেন, বাংলাদেশ গ্রুপপর্ব থেকেই বাদ পড়তে পারে। তবে এসব ‘ভবিষ্যদ্বাণী’তে কান দিচ্ছেন না দলের ক্রিকেটাররা। জাকের বলেন, “আমরা কারো মন্তব্য নিয়ে চিন্তা করছি না। আমরা আমাদের সেরা খেলাটা খেলব।”
অভিযানে যাওয়ার আগে অধিনায়ক লিটন দাস বলেন, “এত ভালো প্রস্তুতি এর আগে হয়নি। আমরা এখন শুধু প্রার্থনা চাইছি দেশের কোটি সমর্থকের কাছে—আমাদের জন্য দোয়া করবেন। আমরা প্রতিটি ম্যাচে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব। চূড়ান্ত স্বপ্ন—ট্রফি হাতে তোলা।”
টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ জয় করে বাংলাদেশ দল এখন আত্মবিশ্বাসের চূড়ায়। এবার সেই আত্মবিশ্বাস নিয়ে এশিয়া কাপে মাঠে নামছে তারা। ক্রিকেটপ্রেমীদের প্রত্যাশাও তাই এবার অনেক বড়—ট্রফি যেন হয় লাল-সবুজের।