
বাংলা রিডার ডেস্ক
সম্প্রতি “২.৫ বিলিয়ন জিমেইল অ্যাকাউন্ট ফাঁস” শিরোনামে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনগুলো ব্যবহারকারীদের মধ্যে ব্যাপক উদ্বেগ তৈরি করেছে। তবে গুগল এসব তথ্যকে ভিত্তিহীন দাবি করে জানিয়েছে—তাদের কোনো সার্ভার হ্যাক হয়নি, বরং এসব গুজব।
তবে গুগল সতর্ক করেছে: সাইবার অপরাধীরা জিমেইল ব্যবহারকারীদের টার্গেট করছে ফোন কলের মাধ্যমে, যেখানে তারা নিজেকে গুগলের প্রতিনিধি পরিচয় দিয়ে প্রতারণার চেষ্টা চালাচ্ছে।
গুগল যা বলছে:
গুগল পরিষ্কারভাবে জানিয়েছে—তারা কখনোই ব্যবহারকারীদের ফোন করে পাসওয়ার্ড চাই না, বা ফোনে অ্যাকাউন্ট সমস্যার সমাধান করে না।
যদি কেউ গুগলের পরিচয়ে কল দিয়ে এসব দাবি করে, বুঝতে হবে সেটা প্রতারকের ফোন।
প্রতারকদের সাধারণ কৌশল:
সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান প্রোটন জানায়, প্রতারকরা সাধারণত বলেন:
“আপনার অ্যাকাউন্টে সন্দেহজনক লগইনের চেষ্টা হয়েছে।”
এরপর তারা ব্যবহারকারীকে পাসওয়ার্ড রিসেট করতে বলে। কিন্তু একবার আপনি সেই নির্দেশনা অনুসরণ করলেই, হ্যাকার সহজেই আপনার জিমেইল অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নিয়ে নেয়।
ভুয়া নম্বর, আসল মনে হয়!
প্রতারকরা সাধারণত +1 (650) 253-0000 নম্বর থেকে ফোন দেয়—যেটি গুগলের প্রধান কার্যালয়ের প্রকৃত নম্বর হিসেবে পরিচিত।
কিন্তু তারা স্পুফিং পদ্ধতিতে এই নম্বর জাল করে ব্যবহার করে, যাতে ফোনটি গুগলের আসল কল বলে মনে হয়। এটি একটি ভয়ংকর ফাঁদ।
সোশ্যাল মিডিয়ায় প্রতারণার অভিজ্ঞতা:
রেডিট ও অন্যান্য প্ল্যাটফর্মে অনেকেই জানিয়েছেন:
কলটি ক্যালিফোর্নিয়ান উচ্চারণে হয়
নিরাপত্তা যাচাইয়ের নামে কিছু ধাপ অনুসরণ করতে বলা হয়
পুরো বিষয়টি ফিশিং কৌশল, যার লক্ষ্য আপনার অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নেওয়া
আপনার করণীয় কী?
গুগল কখনো ফোন করে পাসওয়ার্ড চায় না
ফোনে কোনো ধরণের নির্দেশনা অনুসরণ করবেন না
কোনো লিঙ্কে ক্লিক করবেন না
সরাসরি ব্রাউজারে গিয়ে: accounts.google.com
> Security > Review Security Activity অপশনে গিয়ে চেক করুন, আপনার অ্যাকাউন্টে কোনো অস্বাভাবিক প্রবেশ হয়েছে কি না
নিজেকে সুরক্ষিত রাখুন এভাবে:
SMS-ভিত্তিক টু-ফ্যাক্টর অথেনটিকেশন বাদ দিন, বরং গুগল অথেনটিকেটর অ্যাপ ব্যবহার করুন
Passkey সুবিধা চালু করুন (যেটি পাসওয়ার্ডের বিকল্প হিসেবে কাজ করে)
শক্তিশালী ও আলাদা পাসওয়ার্ড ব্যবহার করুন, নিয়মিত পরিবর্তন করুন
সন্দেহজনক ফোন কল, ইমেইল বা বার্তা পরিহার করুন এবং রিপোর্ট করুন
জিমেইল হ্যাক থেকে রক্ষা পেতে শুধু প্রযুক্তি জ্ঞানই নয়, সচেতনতা ও ব্যক্তিগত সতর্কতাও জরুরি।
গুজব বা আতঙ্ক নয়, সঠিক তথ্য জানুন এবং নিজের সাইবার নিরাপত্তা নিজের হাতেই রাখুন।
সূত্র: ফোর্বস