ফেব্রুয়ারির নির্বাচন কেউ ঠেকাতে পারবে না: প্রেস সচিব

বাংলা রিডার ডেস্ক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে এবং এটি ঠেকানোর ক্ষমতা পৃথিবীর কোনো শক্তির নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রবিবার বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমিতে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

প্রেস সচিব বলেন, “আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচন বাধাগ্রস্ত করার জন্য যে কোনো অপচেষ্টা কঠোরভাবে দমন করা হবে।”

তিনি জানান, আজকের উপদেষ্টা পরিষদের বৈঠকে স্থানীয় প্রশাসনকে সক্রিয়ভাবে পরিস্থিতি মোকাবেলার কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। নিরাপত্তা বিঘ্নিত হতে পারে—এমন যেকোনো কর্মকাণ্ড, বিশেষ করে ঝটিকা মিছিল ও বেআইনি সমাবেশের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নিতে বলা হয়েছে।

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সরকার সর্বোচ্চ সতর্ক রয়েছে উল্লেখ করে শফিকুল আলম বলেন, “দুর্গাপূজা যেন নির্বিঘ্নভাবে উদযাপিত হয়, সে জন্য আগে থেকেই নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা।”
তিনি আরও জানান, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে ধর্ম মন্ত্রণালয়কে সব ধর্মীয় নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রেস সচিব বলেন, “পরাজিত শক্তি এখন বেপরোয়া আচরণ করছে। তারা দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করতে মাঠে সক্রিয় হচ্ছে, যা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি।”
এই প্রেক্ষাপটে নিরাপত্তা বাহিনীগুলোর মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সমন্বয় বাড়াতে নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

Recommended For You