
বাংলা রিডার ডেস্ক
২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য তিন ধাপে নেওয়া আবেদনের ফলাফল প্রকাশ করা হয়েছে। নির্বাচিত শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি কার্যক্রম শুরু হয়েছে আজ থেকে, যা চলবে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত। শনিবার (৬ সেপ্টেম্বর) একাদশ শ্রেণিতে ভর্তির কেন্দ্রীয় অনলাইন প্ল্যাটফর্মে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
যেসব শিক্ষার্থী কলেজে নির্বাচিত হয়েছেন এবং নিশ্চায়ন (confirmation) সম্পন্ন করেছেন, তাদেরকে নিজ নিজ কলেজে গিয়ে ভর্তি ফি জমা দিয়ে ভর্তি নিশ্চিত করতে হবে।
ভর্তির ফলাফল বা মাইগ্রেশন সংক্রান্ত তথ্য ভর্তির ওয়েবসাইটে লগইন করে পিডিএফ আকারে ডাউনলোড করা যাবে। এই ডকুমেন্ট কলেজে জমা দিয়ে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ১৫ সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু হবে। ভর্তি ফি: সর্বোচ্চ ৮,৫০০ টাকা।
চলতি শিক্ষাবর্ষের ভর্তি নীতিমালায় ভিন্ন ভিন্ন ক্যাটাগরির প্রতিষ্ঠান ও অবস্থান অনুযায়ী ফি নির্ধারণ করা হয়েছে।
এমপিওভুক্ত প্রতিষ্ঠানে ভর্তি ফি: ঢাকা মেট্রোপলিটন (বাংলা/ইংরেজি ভার্সন): ৫,০০০ টাকা, অন্যান্য মেট্রোপলিটন শহর (ঢাকার বাইরে): ৩,০০০ টাকা, জেলা শহর: ২,০০০ টাকা, উপজেলা/মফস্বল: ১,৫০০ টাকা
নন-এমপিওভুক্ত প্রতিষ্ঠানে ভর্তি ফি (সর্বোচ্চ সীমা): ঢাকা মেট্রোপলিটন: বাংলা ভার্সন: ৭,৫০০ টাকা, ইংরেজি ভার্সন: ৮,৫০০ টাকা।
অন্যান্য মেট্রোপলিটন শহর: বাংলা ভার্সন: ৫,০০০ টাকা, ইংরেজি ভার্সন: ৬,০০০ টাকা। জেলা শহর: বাংলা ভার্সন: ৩,০০০ টাকা, ইংরেজি ভার্সন: ২,৫০০ টাকা। উপজেলা/মফস্বল: বাংলা ভার্সন: ২,৫০০ টাকা, ইংরেজি ভার্সন: ৩,০০০ টাকা
কলেজ পরিবর্তন সংক্রান্ত নির্দেশনা
একাদশ শ্রেণিতে ভর্তি শেষে বোর্ডের পূর্বানুমতি ছাড়া কোনো শিক্ষার্থীকে ছাড়পত্র (টিসি) ইস্যু করা যাবে না। তেমনি, বোর্ড অনুমোদন ছাড়া অন্য প্রতিষ্ঠানে টিসি-ভিত্তিক ভর্তি করা যাবে না।
যেসব শিক্ষার্থী ছাড়পত্র নিয়ে কলেজ পরিবর্তন করবেন, তাদের ভর্তির ১৫ দিনের মধ্যে রেজিস্ট্রেশন ফিসহ প্রয়োজনীয় কাগজপত্র সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডে জমা দিতে হবে।
গুরুত্বপূর্ণ তারিখ:
চূড়ান্ত ভর্তি: ৭ সেপ্টেম্বর – ১৪ সেপ্টেম্বর
ক্লাস শুরু: ১৫ সেপ্টেম্বর
ভর্তির ওয়েবসাইট: www.xiclassadmission.gov.bd