
বাংলা রিডার ডেস্ক
জাতীয় পার্টির (জাপা) কো-চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তফা জানিয়েছেন, আওয়ামী লীগের জুলাই গণহত্যায় অভিযুক্তদের ছাড়া যাদের ‘ক্লিন ইমেজ’ রয়েছে, তারা যদি জাপায় যোগ দেন তাহলে আগামী জাতীয় নির্বাচনে দল থেকে মনোনয়ন পাবেন।
শনিবার (৬ সেপ্টেম্বর) রংপুর শহরের সেন্ট্রাল রোডে জাপার কার্যালয়ে আট জেলার নেতাকর্মীদের সঙ্গে যৌথ সভার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মোস্তফা এই ঘোষণা দেন।
কয়েকদিন ধরে জাপা ও গণঅধিকার পরিষদের মধ্যে উত্তেজনা চলছে, যা রংপুরেও আংশিক প্রতিফলিত হয়েছে। গণঅধিকার পরিষদ জাপাকে ফ্যাসিবাদের সহযোগী হিসেবে উল্লেখ করে তাদের কার্যক্রম নিষিদ্ধের দাবি করছে।
সভায় রংপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র ও জাপার কো-চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তফা বলেন, “আওয়ামী লীগের অনেক সমর্থক আছেন, যারা ‘ক্লিন ইমেজ’ ধারন করে এবং তাদের বিরুদ্ধে কোনো মামলা বা সহিংসতার অভিযোগ নেই। তারা যদি জাতীয় পার্টিতে যোগ দেন, তাহলে তাদের আমরা মনোনয়ন দিব। আমাদের দলের কাছে তারা গুরুত্বপূর্ণ।”
তিনি আরও বলেন, “আমরা ৩০০ আসনে প্রার্থী দেব। যদি কোনো শক্তিশালী প্রার্থী পাওয়া যায়, যার ক্লিন ইমেজ থাকে এবং যিনি সহিংসতায় জড়িত নন, তাহলে তাকে আমরা মনোনয়ন দিতে পিছপা হবো না। ফরিদপুর, গোপালগঞ্জসহ অন্যান্য এলাকায় আওয়ামী লীগের নিরঙ্কুশ সমর্থন রয়েছে, সেখানকার ক্লিন ইমেজধারী যারা জাপায় আসবেন তাদের আমরা মনোনয়ন দেব।”
মোস্তফা বলেন, “গণতন্ত্রের স্বার্থে বিএনপিরও ভূমিকা থাকা উচিত, বিশেষ করে যারা মব ভায়োলেন্সে জড়িত নন। যদি জাতীয় পার্টি না থাকে আর অন্যান্য দলগুলো থাকলেও বিএনপি একা থেকে যায়, তবে তা জাতীয় ও আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হবে না। স্বাধীনতাবিরোধী শক্তি বিএনপিকে এককভাবে ফেলতে চায়।”
সভায় জাপার কেন্দ্রীয় নেতারা ছাড়াও রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, দিনাজপুর, নীলফামারী, ঠাকুরগাঁও ও পঞ্চগড়ের বিভিন্ন জেলা-উপজেলার নেতারা উপস্থিত ছিলেন।
সভার শেষে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয় এবং না হলে তীব্র গণআন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়।