বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে চাঁদপুরের উন্নয়ন অনেক দূর এগিয়ে যাবে—শেখ ফরিদ আহমেদ মানিক

বাংলা রিডার ডেস্ক

কেন্দ্রীয় বিএনপি প্রবাসী কল্যান বিষয়ক সম্পাদক ও চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক বলছেন, সাংবাদিকদের প্রতি রক্তচক্ষু দেখিয়ে তাকাতে পারবে না। আমার দলের কিংবা আমাদের কোন ভুল থাকলে সরাসরি বলবেন। কোন সংকোচের কিছু নেই। আপনাদের বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে দেশ ও জাতি এগিয়ে যাবে। আমাদের সহযোগিতা সবসময় থাকবে।

৬ সেপ্টেম্বর শনিবার বেলা ১২টায় শহরের জেএম সেনগুপ্ত রোডস্থ মুনিরা ভবনে চাঁদপুর টেলিভিশনের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা তিনি এসব কথা বলেন।

শেখ ফরিদ আহমেদ মানিক আরো বলেন, সাংবাদিকরা মাদক, ইভটিজিং, কিশোর গ্যাং এর বিষয়ে লেখা-লেখি করেন। আমরা চাই এ দেশটা আমার-আপনার সকলের। আমাদের প্রজন্মকে সুষ্ঠু ও সুন্দর একটা পরিবেশ দিতে চাই। এতে সাংবাদিকদের ভূমিকা সবচেয়ে বেশি। আপনাদের  ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের চাঁদপুরের উন্নয়ন অনেক দূর এগিয়ে যাবে।আপনাদের পরামর্শ, মতামত আগামীর সুন্দর একটি চাঁদপুর বিনির্মানে কাজে লাগবে। তবে আমরা সমাজের কল্যাণে কাজ করছি, সব হয়তো মিডিয়ায় আসে না।

মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্যাহ সেলিম।

মতবিনিময় সভায় আলোচনায় অংশ নেন চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি রিয়াদ ফেরদৌস, সাধারণ সম্পাদক কাদের পলাশ, আরটিভির শরীফ চৌধুরী, বাংলাভিশনের রহিম বাদশা, ইনকিলাবের স্টাফ রিপোর্টার বি এম হান্নান, যুগান্তরের জেলা প্রতিনিধ মির্জা জাকির, এসএ টিভির জি এম শাহীন, চ্যানেল ২৪ এর আল ইমরান শোভন, মাই টিভির মুনাওয়ার কানন, নেক্সেস টিভির লক্ষ্মণ চন্দ্র সূত্রধর, নিউজ ২৪ এর খোকন কর্মকার, সময় নিউজের ফারুক আহমদ, মোহনা টিভির রফিকুল ইসলাম বাবু, বৈশাখী টিভির ওয়াদুদ রানা, দীপ্ত টিভির ইব্রাহীম রনি, বিজয় টিভির সোহেল রুশদী, একুশে টিভির নেয়ামত হোসেন, এখন টিভির তালহা জুবায়ের, চ্যানেল আই এর মোরশেদ আলম, ডিবিসির নজরুল ইসলাম আতিক, এনটিভির শরীফুল ইসলাম, এটিএন নিউজের বিল্লাল ঢালী, বাংলা টিভির রহমান রুবেল, আনন্দ টিভির এইচ এম নিজাম ইনডিপেনডেন্ট টিভির মনিরুজ্জামান বাবলু নাগরিক টিভির অমরেশ দত্ত জয়, ৭১ টিভির আলআমিন ভূঁইয়া প্রমুখ।

বিজ্ঞাপন

Recommended For You