
বাংলা রিডার ডেস্ক
এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাইপর্বে শক্তিশালী ভিয়েতনামের বিপক্ষে প্রথম ম্যাচেই হারের স্বাদ পেল বাংলাদেশ। হ্যানয়ের ভিয়েত ত্রি স্টেডিয়ামে স্বাগতিকদের আধিপত্যে ২-০ ব্যবধানে হারতে হয়েছে লাল-সবুজের প্রতিনিধিদের।
ম্যাচের শুরু থেকেই ভিয়েতনামের চাপে ছিল বাংলাদেশ। তবে গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ ছিলেন অসাধারণ। একের পর এক আক্রমণ ঠেকিয়ে দলকে বাঁচিয়ে রাখার চেষ্টা করেন তিনি। তবুও রক্ষা হয়নি।
ম্যাচের ১৫তম মিনিটে বাংলাদেশের রক্ষণভাগের ভুলে প্রথম গোল হজম করে দল। গুইয়েন দিন বাকের পাস থেকে গুইয়েন গক মাইয়ের শটে এগিয়ে যায় ভিয়েতনাম। এরপর পুরো ম্যাচজুড়ে দাপট ধরে রাখে স্বাগতিকরা।
৮৩ মিনিটে কর্নার থেকে লে ভিক্তরের হেডে আসে দ্বিতীয় গোল। যোগ করা সময়ে ফি হোয়াংয়ের শট পোস্টে না লাগলে ব্যবধান আরও বাড়তে পারত।
বাংলাদেশের প্রধান কোচ সাইফুল বারী টিটু জ্বরে আক্রান্ত হয়ে ছিলেন হাসপাতালে ভর্তি। ফলে দায়িত্বে ছিলেন সহকারী কোচ হাসান আল মামুন। তবে সেটা মাঠের পারফরম্যান্সে খুব একটা প্রভাব ফেলতে পারেনি।
প্রথমার্ধে মোরসালিন ও আল আমিন গোলের সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি। দ্বিতীয়ার্ধে ইংল্যান্ড প্রবাসী কিউবা মিচেল নামলেও ছিলেন নিষ্প্রভ। বরং যুক্তরাষ্ট্র প্রবাসী লেফটব্যাক জায়ান আহমেদ ছিলেন কিছুটা প্রাণবন্ত, কয়েকবার বামপ্রান্ত দিয়ে ভিয়েতনামের রক্ষণে চাপ তৈরি করেন তিনি।
গোলরক্ষক শ্রাবণ দ্বিতীয়ার্ধে তিনটি নিশ্চিত গোল ঠেকিয়ে প্রশংসা কুড়িয়েছেন, কিন্তু শেষ পর্যন্ত হারের ব্যবধান কমাতে পারেননি।
গ্রুপ ‘সি’-এর প্রথম ম্যাচে হেরে গেলেও বাংলাদেশের এখনও বাছাইপর্বে টিকে থাকার সুযোগ রয়েছে। আগামী ৬ সেপ্টেম্বর ইয়েমেনের মুখোমুখি হবে টিটুর দল।
এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপের মূলপর্বে জায়গা পাবে ১১ গ্রুপ চ্যাম্পিয়ন ও সেরা চারটি রানার্সআপ দল।