
বাংলা রিডার ডেস্ক
আইফোনের মতো এবার অ্যান্ড্রয়েড ফোনেও ইনকামিং কলের সময় দেখা যাবে বড় আকারে ছবি ও নানা তথ্য। গুগল তাদের ফোন অ্যাপে চালু করছে নতুন ফিচার ‘কলিং কার্ড’, যা আইওএস-এর ‘কন্টাক্ট পোস্টার’-এর আদলে তৈরি।
এই ফিচার চালু হলে, কেউ কল করলেই স্ক্রিনে তার ছবি, পছন্দমতো ফন্ট ও রঙে নামসহ বিভিন্ন তথ্য দেখা যাবে। এতে করে চলতি পথেও কলদাতাকে সহজে শনাক্ত করা যাবে।
গুগল জানিয়েছে, ‘ম্যাটেরিয়াল থ্রি’ ডিজাইন ল্যাঙ্গুয়েজের আওতায় এই সুবিধা ধাপে ধাপে চালু করা হবে। ফোন অ্যাপের হোম ট্যাবে একবার ফিচারটি অ্যাকটিভ করলেই ব্যবহারকারীরা প্রতিটি কন্টাক্টের জন্য আলাদা আলাদা কলিং কার্ড তৈরি করতে পারবেন।
ছবি তোলা, গ্যালারি বা গুগল ফটোজ থেকেও ছবি বেছে নিয়ে সহজেই কলিং কার্ড বানানো যাবে। তবে এসব কার্ড শুধু নিজের ফোনেই সংরক্ষিত থাকবে, ফলে ব্যবহারকারীর তথ্য সুরক্ষিত থাকবে।