
বাংলা রিডার ডেস্ক
চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী এম এ হান্নানের চিংড়ি মাছ প্রতীকের পক্ষে বিশাল গণমিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে সুবিদপুর পূর্ব ইউনিয়নের লক্ষ্মীপুর চৌরাস্তা, মদিনা বাজার সড়ক, মোল্লাবাড়ির সামনে ও উভারামপুর চৌরাস্তায় একাধিক পথসভা করা হয়। এসব সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন যমুনা গ্রুপের পরিচালক ও এলাকার কৃতী সন্তান এবিএম সামসুল হাসান হিরো।
এ ছাড়া বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদ খান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ৩ নম্বর সুবিদপুর পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলায়েত হোসেন, বিএনপি নেতা ইমান হোসেন, সুমন পাটোয়ারী, হান্নান পাটোয়ারী, এমরান হোসেনসহ আরও অনেকে।
পরে একটি বিশাল গণমিছিল এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।



