যারা মায়েদের বোরকা খুলতে চায়, তারা ক্ষমতায় গেলে দেশের কাপড় খুলে নেবে: মিয়া গোলাম পরওয়ার

বাংলা রিডার ডেস্ক
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেছেন, “যারা মায়েদের বোরকা খুলে নিতে চায়, তারা ক্ষমতায় গেলে দেশের কাপড় খুলে নেবে।” শনিবার (৩১ জানুয়ারি) সকালে চাঁদপুর-৩ আসনের পৌর শহরের হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জামায়াতের নির্বাচনী জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, দেশের শহর-বন্দর, গ্রাম-গঞ্জে মানুষের মধ্যে পরিবর্তনের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। রিকশাচালক থেকে শুরু করে নৌকার মাঝি—সবার মাঝেই এখন নতুন রাজনৈতিক পথের প্রত্যাশা দেখা যাচ্ছে। গত ৫৪ বছরে তিনটি দল ক্ষমতায় থেকে নৈতিকতা, সুশাসন ও দেশপ্রেমের ক্ষেত্রে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

মিয়া গোলাম পরওয়ার বলেন, “এই দলগুলোর কেউই বুকে হাত দিয়ে বলতে পারবেন না যে তাদের শাসনামলে দুর্নীতি হয়নি, দলীয়করণ হয়নি বা বিরোধীদের ওপর জুলুম হয়নি।” তিনি বিচার ব্যবস্থার স্বাধীনতা ধ্বংসের অভিযোগ করে বলেন, ক্ষমতাসীন দলের কর্মীরা অপরাধ করলেও অনেক সময় শাস্তির মুখোমুখি হয় না, অথচ রাজনৈতিক কারণে নির্দোষ মানুষ বছরের পর বছর কারাবন্দি থাকে।

তিনি আরও বলেন, “দুর্নীতি, ঘুষ ও সুদের কারণে দেশের অর্থনীতি ধ্বংস হয়েছে।” তিনি সাবেক সরকারপ্রধান শেখ হাসিনার শাসনামলের দুর্নীতির উদাহরণ তুলে ধরে প্রশ্ন করেন, “যদি একজন পিয়নের ৪০০ কোটি টাকা থাকে, তাহলে তার মালিকের কত থাকতে পারে?”

চাঁদপুরবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ১১ দলীয় জোটের যে প্রতীক থাকবে, সেটিকেই বিজয়ী করতে হবে। চাঁদপুর-৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শাহজাহান মিয়ার দাঁড়িপাল্লা প্রতীককে বিজয়ী করার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, “৫ আগস্টের পর যারা ক্ষমতায় না গিয়েও চাঁদাবাজি করছে, তারা ক্ষমতায় গেলে দেশটাকেই খেয়ে ফেলবে।” বিএনপির বিরুদ্ধে সহিংসতার অভিযোগ তুলে তিনি বলেন, “শেরপুরে জামায়াত নেতাকে পিটিয়ে হত্যা করা হয়েছে, চাঁদা না দেওয়ায় মানুষ হত্যা করা হয়েছে।”

এক ঘটনায় সাদা বোরকা পরিহিত এক মায়ের বোরকা খুলে নেওয়ার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করে তিনি বলেন, “জামায়াতে ইসলামী মায়েদের জীবন থেকেও বেশি ভালোবাসে। যে হাত মায়েদের ওপর উঠবে, সে হাত নিয়ে ঘরে ফিরতে পারবে না।”

বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট শাহজাহান মিয়া, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম, জেলা জামায়াতের আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজীসহ আরও অনেকে।

সভায় সভাপতিত্ব করেন শহর জামায়াতের আমীর অ্যাডভোকেট শাহজাহান খান এবং পরিচালনা করেন সদর উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক আফসার উদ্দিন মিয়াজী। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা বক্তব্য দেন।

সমাবেশ শেষে অ্যাডভোকেট শাহজাহান মিয়ার হাতে দাঁড়িপাল্লা প্রতীক তুলে দিয়ে চাঁদপুরবাসীকে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান মিয়া গোলাম পরওয়ার।

বিজ্ঞাপন

Recommended For You