
বাংলা রিডার ডেস্ক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর-৩ (সদর ও হাইমচর) আসনে বিএনপি-জমিয়ত জোট মনোনীত প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিকের পক্ষে ধানের শীষ প্রতীকে গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা চালিয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মুফতি সিরাজুল ইসলাম।
শুক্রবার (৩০ জানুয়ারি) দিনব্যাপী দুই ধাপে চাঁদপুর শহর ও চাঁদপুর সদর উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এ প্রচারণা কার্যক্রম পরিচালিত হয়।
জেলা জমিয়তের উদ্যোগে সদর উপজেলার আশিকাটি, হোসেনপুর, গাবতলী ও চানখার দোকানসহ বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে গণসংযোগ করা হয়। একই দিনে জেলা জমিয়তের মহিলা শাখার ব্যবস্থাপনায় ব্যাংক কলোনি, জিটি রোড, বিটি রোড ও বিষ্ণুদি এলাকায় পৃথক নির্বাচনী প্রচারণা অনুষ্ঠিত হয়।
প্রচারণাকালে প্রধান অতিথির বক্তব্যে মুফতি সিরাজুল ইসলাম বলেন, জমিয়তে উলামায়ে ইসলাম কোনো বিচ্ছিন্ন বা ক্ষুদ্র সংগঠন নয়; বরং এটি দুদুমিয়া বাহাদুরপুরের পীর সাহেব, সরসিনার পীর সাহেবের আদর্শ এবং শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক (রহ.)-এর নেতৃত্বে গড়ে ওঠা একটি ঐতিহ্যবাহী আলেম-ওলামাভিত্তিক সংগঠন। সেই ধারাবাহিকতার অংশ হিসেবেই সংগঠনটি বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়েছে।
তিনি আরও বলেন, ইসলাম, দেশ ও জনগণের স্বার্থে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে জমিয়তে উলামায়ে ইসলাম মাঠে রয়েছে। তিনি সংগঠনের সর্বস্তরের নেতা-কর্মী ও সাধারণ জনগণকে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে ভোট দেওয়ার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন জেলা জমিয়তের সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা ওমর ফারুক বাদশা, যুব জমিয়তের আহ্বায়ক মাওলানা মাজহারুল ইসলামসহ জেলা ও ইউনিট পর্যায়ের নেতৃবৃন্দ। প্রচারণায় বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
গণসংযোগকালে নেতৃবৃন্দ ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন এবং বিএনপি-জমিয়ত জোটের নির্বাচনী বার্তা জনগণের কাছে তুলে ধরেন।



