চাঁদপুর রাজরাজেশ্বর ও পৌর এলাকায় শেখ ফরিদ আহমেদ মানিকের গণসংযোগ ও উঠান বৈঠক

বাংলা রিডার ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়ন এবং পৌরসভার ৬ ও ৭ নম্বর ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ ও উঠান বৈঠক করেছেন চাঁদপুর-৩ আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল থেকে রাত পর্যন্ত তিনি সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন।

উঠান বৈঠকে বক্তব্যে শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, রাজরাজেশ্বর একটি বড় ও নদীবেষ্টিত এলাকা হওয়ায় এখানকার মানুষ চিকিৎসা ও ভোটকেন্দ্রে যেতে নানা ভোগান্তিতে পড়েন। মা-বোনদের চিকিৎসার জন্য অনেক সময় চাঁদপুর বা শরীয়তপুরে যেতে হয়, আবার এক ওয়ার্ড থেকে অন্য ওয়ার্ডে যেতে ট্রলারে দুই ঘণ্টা সময় লাগে। তিনি জানান, বিএনপি ক্ষমতায় এলে তারেক রহমানের নেতৃত্বে নারীদের জন্য ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন কল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করা হবে, যা এ ইউনিয়নের নারীদের জন্য বিশেষ উপকার বয়ে আনবে।

তিনি আরও বলেন, তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাইলে ধানের শীষে ভোট দিতে হবে। কৃষক পাবে কৃষি কার্ড, কারাবন্দিরা পাবে জেল কার্ড এবং পরিবারের গৃহকর্ত্রীদের দেওয়া হবে ফ্যামিলি কার্ড। দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি ভোটকেন্দ্রের দূরত্বজনিত সমস্যার কথাও তুলে ধরেন এবং জোয়ারের সময় ভোট দিতে আসার আহ্বান জানান।

দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সকাল ১০টায় রাজরাজেশ্বর ইউনিয়নের বাঁশগাড়ি বাজার থেকে গণসংযোগ শুরু করেন তিনি। এরপর ইউনিয়নের ৬, ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে বাঁশগাড়ি বাজার সংলগ্ন উঠান বৈঠক, দুপুর ১টায় ৫ নম্বর ওয়ার্ডের পাটওয়ারী বাজার গোয়াল নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উঠান বৈঠকে অংশ নেন। বিকেলে পৌর ৬ নম্বর ওয়ার্ডের কয়লাঘাট এবং পৌর ৭ নম্বর ওয়ার্ডের উত্তর শ্রীরামদী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় তিনি চাঁদপুর মৎস্য বণিক সমবায় সমিতির ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন।

রাজরাজেশ্বর ইউনিয়নে অনুষ্ঠিত উঠান বৈঠকগুলোতে জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য রাখেন। একইভাবে পৌর এলাকায় আয়োজিত সভাগুলোতে বিএনপি, যুবদল, মহিলা দল, ছাত্রদলসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

Recommended For You