শেখ ফরিদ আহমেদ মানিকের গণসংযোগ ও উঠান বৈঠক চাঁদপুরের বিষ্ণুপুর ও কল্যাণপুরে

বাংলা রিডার ডেস্ক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর-৩ আসনের বিএনপির ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক, গত বুধবার (২৮ জানুয়ারি) চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ও কল্যাণপুর ইউনিয়নে ব্যাপক গণসংযোগ এবং উঠান বৈঠক অনুষ্ঠিত করেছেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি এলাকার সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় ও ওঠান বৈঠকে অংশ নেন।

উঠান বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, ‘‘গত ১৭ মাসে আমাদের নেতা-কর্মীদের সহযোগিতায় এই ইউনিয়নে অনেক কাজ হয়েছে। নদী ভাঙ্গন রোধে আমরা নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছি। আমরা যদি সবাই মিলে এলাকার উন্নয়নে কাজ করতে পারি, তাহলে সেটা আরও ফলপ্রসূ হবে।’’ তিনি আরও বলেন, ‘‘আমরা সরকারকে সহযোগিতা করেছি, কিন্তু একটি সুন্দর গণতন্ত্র প্রতিষ্ঠা করতেই নির্বাচনে অংশগ্রহণ করছি। আপনাদের ভালোবাসায় আমি কৃতজ্ঞ। আপনাদের দোয়া ও সহযোগিতায় কাজ করতে চাই।’’

তিনি এক পর্যায়ে উল্লেখ করেন, ‘‘আগে যারা ক্ষমতায় ছিল, তারা জনগণের টাকা লুটপাট করেছে। আর আমাদের নেতা তারেক রহমান বাংলাদেশের মাটিতে পা রেখে বলেছেন, ‘আমি আমার দেশে ফিরে এসেছি’।’’ এরপর তিনি ভোটের দিন—১২ ফেব্রুয়ারি, সবাইকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।

দিনের প্রথম দিকে, সকাল পৌনে ৯টায় শেখ ফরিদ আহমেদ মানিক বিষ্ণুপুর ইউনিয়নের আড়ং বাজারে গণসংযোগ শুরু করেন। এরপর তিনি ইউনিয়নের বিভিন্ন এলাকায়—৫নং ওয়ার্ডের খেয়াঘাট, ১, ২ ও ৩নং ওয়ার্ডের মদিনা বাজার এবং ৪নং ওয়ার্ডের দাস বাড়ি সহ একাধিক উঠান বৈঠকে বক্তব্য রাখেন।

বিকেলে তিনি কল্যাণপুর ইউনিয়নে গণসংযোগ শুরু করেন এবং বিকেল ৩টায় ৯নং ওয়ার্ডের দাসাদী ছায়রা খাতুন আদর্শ কিন্ডারগার্টেনের উঠান বৈঠকে অংশ নেন। এরপর তিনি ৪, ৫, ৬, ও ৭নং ওয়ার্ডে বিভিন্ন উঠান বৈঠকে অংশ নেন এবং সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন স্থানে মতবিনিময় করেন।

গণসংযোগ ও উঠান বৈঠককালে জেলা বিএনপির সহ-সভাপতি দেওয়ান মো. সফিকুজ্জামান, খলিলুর রহমান গাজী, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এছাড়া, বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. মো. কাইয়ুম মোল্লা এবং কল্যাণপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. সাইফুল আলম খানের নেতৃত্বে এসব কর্মসূচি পরিচালিত হয়।

বিজ্ঞাপন

Recommended For You