ভোট কেনাবেচা ঠেকাতে মোবাইল ব্যাংকিংয়ে নজরদারি থাকবে: চাঁদপুরে নির্বাচন কমিশনার

স্টাফ রিপোর্টার
ভোট কেনাবেচা রোধে প্রতিটি আসনে মোবাইল ব্যাংকিং লেনদেনে নজরদারি রাখা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, নির্দিষ্ট সময়ে মোবাইল এজেন্ট পয়েন্টে অস্বাভাবিক লেনদেন হলে দ্রুত ব্যবস্থা নিতে রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল এবং ভিজিলেন্স ও অবজারভেশন টিমের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

নির্বাচন কমিশনার বলেন, জনগণ ও রাজনৈতিক দলগুলো যেন নিশ্চিত থাকে—নির্বাচন কমিশনের কাছে ভোটই সবচেয়ে নিরাপদ। নির্বাচন একটি আনন্দের বিষয়; এখানে ভয়ভীতি বা চাপ সৃষ্টি করার সুযোগ নেই। তবে যারা নির্বাচনকে সামনে রেখে ভয়ভীতি প্রদর্শনের চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, নির্বাচনে সরকারের পক্ষ থেকে কোনো চাপ থাকবে না। স্বচ্ছতা, নিরপেক্ষতা ও দৃঢ়তা—এই তিনটি মূল নীতির ভিত্তিতে নির্বাচন পরিচালনা করতে হবে। মাঠপর্যায়ে নির্বাচন কমিশনের ছয়টি কমিটি কাজ করছে, যাদের তদন্ত ও বিচারিক কার্যক্রম পরিচালনার ক্ষমতা দেওয়া হয়েছে।

সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. নাজমুল ইসলাম সরকার, পুলিশ সুপার মো. রবিউল হাসান, চাঁদপুর আর্মি ক্যাম্পের প্রধান লেফটেন্যান্ট কর্নেল মোয়াজ্জেম হোসেনসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বিজ্ঞাপন

Recommended For You