জাতীয় কবি নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকী

বাংলা রিডার ডেস্ক

 ১২ ভাদ্র, বুধবার জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকী। বাংলার বিদ্রোহী কবি হিসেবে খ্যাত নজরুলের জীবনের বহু স্মরণীয় অধ্যায়ের সঙ্গে নিবিড়ভাবে জড়িয়ে আছে কুমিল্লা শহর। তাঁর রাজনীতি, প্রেম, বিয়ে, সাহিত্য ও সঙ্গীতজীবনের নানা গুরুত্বপূর্ণ পর্বে কুমিল্লার ভূমিকা ছিল অনন্য।

১৯২১ সালের এপ্রিলে প্রথমবারের মতো কুমিল্লা আসেন নজরুল। এরপর ১৯২৪ সালের জানুয়ারি পর্যন্ত মোট পাঁচবার কুমিল্লায় অবস্থান করেন, যার সময়কাল ১১ মাসেরও বেশি। এ সময়ে তিনি রচনা করেন বহু গান ও কবিতা। ব্রিটিশবিরোধী কবিতা ‘আনন্দময়ীর আগমনে’ রচনার কারণে কুমিল্লার রাজগঞ্জ এলাকা থেকে গ্রেপ্তার হন তিনি— যা নজরুলের রাজনৈতিক সচেতনতায় কুমিল্লার প্রভাবকে স্মরণ করিয়ে দেয়।

১৯৪৫ সাল থেকেই কুমিল্লায় নজরুলকে ঘিরে সাংস্কৃতিক কর্মকাণ্ড শুরু হয়। তবে এর আগেই, ১৯২৬ সালে কুমিল্লার ঈশ্বর পাঠশালায় রবীন্দ্রনাথ ঠাকুরের সংবর্ধনা অনুষ্ঠানে নজরুলের ‘বিদ্রোহী’ কবিতা আবৃত্তি এবং নজরুলসঙ্গীত পরিবেশন হয়েছিল।

কুমিল্লায় কবির বসবাস ও কর্মকাণ্ডের স্মৃতিকে ধরে রাখতে বিভিন্ন স্থানে নির্মিত হয়েছে স্মৃতিফলক ও নামফলক। যেমন, মুরাদনগরের দৌলতপুরে ‘নজরুল মঞ্চ’, কোম্পানীগঞ্জ-নবীনগর সড়কে ‘নজরুল তোরণ’, ঝাউতলা মসজিদের পাশে, রানীর দিঘির পাড়ে, ফরিদা বিদ্যায়তনের সামনে, কান্দিরপাড় বসন্ত স্মৃতি পাঠাগার, প্রমিলা দেবীর বাড়ি ও রাজগঞ্জ থানা এলাকায় স্থাপন করা হয়েছে নজরুল স্মারক।

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে ১৯৬০ সালে প্রতিষ্ঠিত হয় নজরুল ছাত্রাবাস। ১৯৬২ সালে কান্দিরপাড় থেকে ধর্মপুর পর্যন্ত রাস্তার নামকরণ হয় ‘নজরুল এভিনিউ’। ১৯৭০ সালে গঠিত হয় ‘কুমিল্লা নজরুল পরিষদ’। এরপর ১৯৯১ সালে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে নির্মিত হয় নজরুল স্মৃতিস্তম্ভ, যা ১৯৯২ সালে উদ্বোধন করেন তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। ২০০৮ সালে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয় নজরুল হল, আর ২০১৩ সালে ধর্মসাগরের পাড়ে চালু হয় নজরুল ইনস্টিটিউট কেন্দ্র।

নজরুল গবেষক ড. আলী হোসেন চৌধুরীর ভাষায়, “কুমিল্লায় অবস্থানকালে নজরুল তাঁর কবিতায় প্রেম ও দ্রোহকে একত্রিত করেছেন। কুমিল্লায় তাঁর প্রেম, বিয়ে, গান রচনা, অভিনয়— সবকিছুর সূচনা হয়েছে। নজরুলকে নিয়ে গবেষণার অপার সম্ভাবনা রয়েছে এই শহরে।”

আজ তাঁর মৃত্যুবার্ষিকীতে কুমিল্লাবাসী গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করছে কবিকে, যিনি কুমিল্লার পথঘাট ও বাতাসে রেখে গেছেন তাঁর সাহিত্যিক ও মানবিক ছাপ।

বিজ্ঞাপন

Recommended For You