
বাংলা রিডার ডেস্ক
ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) কার্যক্রম বন্ধ করার কোনো সিদ্ধান্ত নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
রোববার (৪ জানুয়ারি) দুপুরে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ভবন পরিদর্শন শেষে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে মোবাইল ফোন আমদানিতে শুল্ক উল্লেখযোগ্যভাবে কমানো হয়েছে। ফলে এনইআইআর বন্ধের কোনো যৌক্তিকতা নেই। গ্রাহকদের ব্যবহৃত হ্যান্ডসেটের নিরাপত্তা নিশ্চিত করতে এই ব্যবস্থাটি চালু থাকবে।
তিনি আরও বলেন, এনইআইআর বাস্তবায়নের মাধ্যমে অবৈধ ও নকল মোবাইল সেটের ব্যবহার নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। বিটিআরসিতে সাম্প্রতিক হামলার ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার কথাও জানান তিনি।
বিশেষ সহকারী বলেন, প্রতি বছর দেশে আমদানিকৃত মোবাইল ফোনের একটি বড় অংশ শুল্ক ফাঁকি দিয়ে প্রবেশ করছে। এর মধ্যে নকল, কপি ও পুরনো হ্যান্ডসেট রয়েছে, যেগুলো কেসিং পরিবর্তন করে নতুন হিসেবে গ্রাহকদের কাছে বিক্রি করা হয়। এ ধরনের অনিয়ম আর বরদাশত করা হবে না বলেও সতর্ক করেন তিনি।



