কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার

বাংলা রিডার ডেস্ক
জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। রোববার (২৫ আগস্ট) বরিশাল মহানগরের বাংলাবাজার এলাকায় বিশেষ অভিযানের মাধ্যমে তাঁকে আটক করা হয়।

সিআইডির গণমাধ্যম শাখার বিশেষ পুলিশ সুপার জসিম উদ্দীন বিষয়টি নিশ্চিত করে জানান, রাজধানীর যাত্রাবাড়ী থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলার ১১ নম্বর আসামি হিসেবে তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরও জানান, বর্তমানে তাঁকে ঢাকায় আনার প্রক্রিয়া চলছে।

ওই মামলায় আগেই গ্রেপ্তার হয়েছেন তৌহিদের বাবা, মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী। ১৭ আগস্ট তাঁকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মামলায় মোট ২৫ জনকে নামীয় আসামি করা হয়েছে।

এ মামলার প্রধান আসামি হিসেবে নাম রয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার। দ্বিতীয় ও তৃতীয় আসামি হিসেবে রয়েছেন সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং পুলিশের সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন। মামলায় অজ্ঞাতনামা আরও প্রায় ১৫০ জনকে আসামি করা হয়েছে।

তৌহিদ আফ্রিদি মূলত ইউটিউব ও অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে কনটেন্ট তৈরি করে পরিচিতি পান। বিশেষ করে ভ্লগ এবং ভ্রমণভিত্তিক ভিডিওর মাধ্যমে তরুণদের মধ্যে তাঁর বিশাল অনুসারী গড়ে ওঠে।

বিজ্ঞাপন

Recommended For You