
বাংলা রিডার ডেস্ক
মালয়েশিয়া ১৬ বছরের কম বয়সী শিশুদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে। আগামী বছর থেকেই এ সিদ্ধান্ত কার্যকরের পরিকল্পনা করেছে দেশটির সরকার। শিশুদের সাইবারবুলিং, প্রতারণা, যৌন হয়রানি ও অন্যান্য অনলাইন ঝুঁকি থেকে সুরক্ষিত রাখতে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।
দেশটির যোগাযোগমন্ত্রী ফাহমি ফাদজিল জানান, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশে প্রচলিত বয়স-নির্ধারণ ব্যবস্থার অনুসরণে মালয়েশিয়াও বয়সসীমা কঠোর করতে যাচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, আগামী বছর থেকে সব সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ১৬ বছরের নিচের ব্যবহারকারীদের অ্যাকাউন্ট খোলার সুযোগ বন্ধ করবে।
বিশ্বজুড়ে কিশোরদের মানসিক স্বাস্থ্য ও নিরাপত্তায় ডিজিটাল প্ল্যাটফর্মের নেতিবাচক প্রভাব নিয়ে উদ্বেগ বাড়ছে। যুক্তরাষ্ট্রে ইতোমধ্যে টিকটক, স্ন্যাপচ্যাট, গুগল ও মেটা–সহ বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে মানসিক স্বাস্থ্য সংকট তৈরির অভিযোগে মামলা হয়েছে।
অস্ট্রেলিয়ায় আগামী মাস থেকেই ১৬ বছরের নিচের সব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বন্ধের প্রক্রিয়া শুরু হচ্ছে। ফ্রান্স, স্পেন, ইতালি, ডেনমার্ক ও গ্রিস যৌথভাবে বয়স যাচাইয়ের জন্য একটি অ্যাপ পরীক্ষামূলকভাবে ব্যবহার করছে।
মালয়েশিয়ার প্রতিবেশী ইন্দোনেশিয়া এ বছরের শুরুতে বয়সসীমা কঠোর করার ঘোষণা দিয়েছিল। তবে পরবর্তীতে তারা কঠোর নিষেধাজ্ঞা না দিয়ে ক্ষতিকর কনটেন্ট ফিল্টার ও শক্তিশালী বয়স যাচাই ব্যবস্থা চালু করে।
সম্প্রতি মালয়েশিয়া অনলাইন জুয়া, জাতি-ধর্ম ও রাজপরিবার সংশ্লিষ্ট সংবেদনশীল বিষয়বস্তু ছড়ানোর অভিযোগে সোশ্যাল মিডিয়ায় নজরদারি বাড়িয়েছে। নতুন নীতিমালায় বলা হয়েছে, দেশটিতে যেকোনো প্ল্যাটফর্মের ব্যবহারকারী সংখ্যা ৮০ লাখ ছাড়ালে তাদের অবশ্যই সরকারি লাইসেন্স নিতে হবে।
সূত্র: রয়টার্স



