বিশ্বের ৭৮% প্রতিষ্ঠানে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার

বাংলা রিডার ডেস্ক
বর্তমান প্রযুক্তি বিশ্বে কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence বা AI) হয়ে উঠেছে সবচেয়ে আলোচিত ও প্রভাবশালী উপাদান। ব্যক্তিগত প্রয়োগের পাশাপাশি বিশ্বের অধিকাংশ ব্যবসায়িক প্রতিষ্ঠানেও এআই এখন কার্যকরভাবে ব্যবহৃত হচ্ছে।

ম্যাকেঞ্জি অ্যান্ড কোম্পানির এক সাম্প্রতিক বৈশ্বিক জরিপ অনুযায়ী, বর্তমানে বিশ্বের ৭৮% প্রতিষ্ঠান অন্তত একটি ব্যবসায়িক কাজে এআই প্রযুক্তি ব্যবহার করছে।

প্রযুক্তি বিশ্লেষকদের মতে, গ্রাহকসেবায় চ্যাটবট ও ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে তাৎক্ষণিক এবং স্বয়ংক্রিয় সেবা দেওয়া সম্ভব হচ্ছে। ডাটা অ্যানালাইসিস ও পূর্বাভাসমূলক বিশ্লেষণ ব্যবসায়িক সিদ্ধান্তকে আরও দ্রুত ও কার্যকর করে তুলছে। সাইবার নিরাপত্তা, ঝুঁকি ব্যবস্থাপনা ও দৈনন্দিন অপারেশনে এআই ইতিমধ্যেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

বিশ্ববাজারে এআইয়ের দ্রুত বিস্তার
আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান প্রেসিডেন্স রিসার্চ জানায়, “AI-as-a-Service” বা সেবা হিসেবে কৃত্রিম বুদ্ধিমত্তার বাজার গত কয়েক বছরে ব্যাপকভাবে বিস্তৃত হয়েছে।
২০২৩ সালে বিশ্ববাজারে এ খাত থেকে মোট আয়ের ৪১% এসেছে উত্তর আমেরিকা থেকে। তবে সাম্প্রতিক প্রবণতা বলছে, এশিয়া-প্যাসিফিক অঞ্চল খুব শিগগিরই এআই খাতে নেতৃত্ব নেওয়ার পথে রয়েছে।

প্রেসিডেন্স রিসার্চের বিশ্লেষণে আরও বলা হয়েছে, বাজারের প্রতিযোগিতা বাড়তে থাকায় গ্রাহকসেবার মান উন্নয়নে প্রতিষ্ঠানগুলোর মধ্যে এআই গ্রহণের আগ্রহ বাড়ছে।

বিজ্ঞাপন

Recommended For You