
বিনোদন ডেস্ক
মুনমুন ও জামিলের সম্পর্ক নিয়ে এই কথাটি মনে করছেন তারা নিজেই। দীর্ঘদিন ধরে জোটেনি বিয়ের খোঁজ, এবার সেই খোঁজ পূর্ণতা পেয়েছে।
ছোটপর্দার অভিনেতা জামিল হোসেন জানান, বিয়ের পর তিনি ঠাস করে লন্ডন চলে গিয়েছিলেন এবং লন্ডনে দীর্ঘ সময় থেকে ফিরে তুরস্কে পৌঁছেছিলেন।
অন্যদিকে মুনমুন আহমেদ বলেছেন, তাদের পরিবার আগে ভাবতো যে নোয়াখালী-বরিশালের ছেলেদের কাছে তাকে বিয়ে দেবেন না; তবে তিনি বলছেন, তিন ভাই থাকায় তাঁদের কেউই বিয়ে করবে না—এ কথা পরিবারে আগে বলা হলেও বাস্তবে বিয়ে হয়েছে নোয়াখালীর একজন ছেলের সঙ্গে।
মুনমুন আরও স্পষ্ট করেছেন, “নোয়াখালীতে গিয়ে বিয়ে হয়েছে। আমি তো এ বিয়েতে আগে রাজি ছিলাম না, পরে বাবা-মা সবাই আমাকে রাজি করে দিয়েছিল।” তিনি যোগ করেন, “যে নোয়াখালীর ছেলেকে বিয়ে করেছি, এখন আমার মনে হচ্ছে দেশে-বিদেশে ভালো-খারাপ সবই আছে; নোয়াখালীর মানুষ হয়তো ভালো।”
কা-সংক্রান্ত আপডেট হিসেবে তিনি বলেন, “খুব শিগগিরই আমাদের একটি নতুন কাজ আসতে চলেছে। ইতিমধ্যেই আরটিভিতে সেটি দেখানো হয়েছে। সবাই আমাদের জন্য অনেক দোয়া করবেন।”