রিডার::সিনে বিজ
আগামী ২০ জুলাই ‘বাঙ্গালি বিউটি’ সিনেমাটি মুক্তি পাচ্ছে । সত্তরের দশকের সময়টিকে বেছে নিয়ে নির্মিত সিনেমাটির মাধ্যমে বড় পর্দায় অভিষেক হচ্ছে মুমতাহিনা টয়ার।
ছবিটির পরিচালক রাশান নূর বাংলাদেশ বংশোদ্ভুত যুক্তরাষ্ট্রের নাগরিক। ‘বাঙ্গালি বিউটি’ তাঁর তৃতীয় বাংলা ছবি । সিনেমাটির গল্প তার হাতেই তৈরী।
গত ১৪ ফেব্রুয়ারি সিনেমাটি মুক্তি কথা থাকলেও সেন্সরের বোর্ড বার বার বাদ সাধছিল।ঢাকায় সিনেমাটি মুক্তি দিতে না পেরে যুক্তরাষ্ট্র ও ফ্রান্সে ছবিটি প্রর্দশনী শুরু করেন রাশান নুর।
ছবিটির প্রডাকশনের কথা বলতে গিয়ে টয়া জানান, ‘ছবিটি ১৯৭০ থেকে ১৯৭৫ সালের সময়ের একটি গল্প নিয়ে তৈরী। এই প্রজেক্টের জন্য আমি পাঁচ মাস অনেক কষ্ট করেছি। এর মধ্যে চার মাস ধরে শুটিংয়ের প্রস্তুতি নিতে হয়েছে। বাকিটা শুটেই চলে গেছে ।’
টয়া বলেন, ‘সিনেমাটি গল্প নিয়ে যখন আমাকে প্রস্তাব দেওয়া হয় তখনই গল্পটি আমার কাছে চমকপ্রদ মনে হয়। কারণ এর গল্পে নানা প্রতিকুলতার মাঝে প্রেমকে উপজীব্য করে এগিয়ে নেওয়া হয়েছে। যে সময়টা আমাদের বাংলাদেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ একটা সময়।’
একই দিনে মুক্তি পাচ্ছে জিৎ-মিমের ‘সুলতান’ ছবিটি।সেই ছবিটির প্রচারনায় তেমন ঢাক ঢোল বাজতে দেখা যায়নি।
চলতি বছর ভারতে সঞ্জয় লীলা বানসালির ‘পদ্মাবত’ সিনেমা নিয়ে তুমুল বিতর্ক তৈরী হয়েছিল। এক পর্যায় সেন্সর বোর্ড যখন সিনেমাটি মুক্তিতে বাধা সরিয়ে নেয় সেই সময়টায় অক্ষয় কুমারের ‘প্যাডম্যান’ সিনেমার মুক্তি হওয়ার কথা। সঞ্জয় তখন অক্ষয় কুমারের সঙ্গে বসে ‘প্যাডম্যান’ মুক্তি তারিখ পিছিয়ে নিতে অনুরোধ জানান।
সেই অনুরোধ ফেলতে পারেননি।দুটি সিনেমা তাদের ব্যবসায় সফলতা ধরে রাখতে বিরতি নিয়ে মুক্তি পায়। এতে দুই পক্ষের লাখ অক্ষত থাকে।
আমরা ভারতীয় ছবির গল্প, কষ্টিউম , সুর-সঙ্গিত অনুকরণ করতে তো ভুলি না। সিনেমা ব্যবসায় কৌশলটিও যদি সেইভাবে রপ্ত করা যেতো দেশীয় সিনেমা ছেড়ে মানুষ বাইরের সিনেমায় দিকে ঝুঁকতো না।
পাশাপাশি দুইটি সিনেমার ক্ষেত্রে মেলেনি তেমন প্রচারনা। বাঙ্গালি বিউটি কেবল সামাজিক যোগাযোগ মাধ্যমে হালকা হালকা প্রচারণ চালিয়ে যাচ্ছে।
প্রিমিয়ার শোয়ের খবরও চাউর হয়নি তেমন।
ভারতীয় সিনেম্যাটেগ্রাফার রেগু সঙ্করের ক্যামেরায় ‘বাঙ্গালি বিউটি’ সিনেমাটির ট্রেইলারে গল্পটি যতোটা মৌলিক মনে হয়েছিল, সেই অনুযায়ী প্রচারনা অভাবে বক্স অফিসে এর সাফল্য নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।
এই মুহুর্তে পড়া হচ্ছে
গুজবে কান দিয়ে রংপুরের যে যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে সেই শহিদুন্নবী জুয়েল আদতে ধর্মভিরু... আরও পড়ুন
নভেম্বরের শুরুতেই নয়া প্রেসিডেন্ট পেতে মার্কিন যুক্তরাষ্ট্রে ডাকযোগে আগাম ভোট শুরু হয়েছে চলতি মাসে। এরই... আরও পড়ুন
হাজী সেলিমপুত্র ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বহিস্কৃত কাউন্সিলর ইরফান সেলিম এবং তার দেহরক্ষী মোহাম্মদ... আরও পড়ুন
টানা দশ ঘণ্টা রাশিয়ার রাজধানী মস্কোতে বসে আলোচনার পর আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে সাময়িক যুদ্ধবিরতির... আরও পড়ুন
হঠাৎ করে ধর্ষণ বেড়ে যাওয়ায় সামাজিক মাধ্যমগুলোতে উদ্বিগ্ন আমজনতা। চলছে আন্দোলনও। দাবি উঠছে সর্বোচ্চ শাস্তি... আরও পড়ুন
প্রায় চার মাস বাদে পদ্মা সেতুর ৩২তম স্প্যান স্থাপনের মধ্য দিয়ে প্রায় ৫ কিলোমিটার দৃশ্যমান... আরও পড়ুন
উত্তর কোরিয়ার ক্ষমতাসীন ওয়ার্কাস পার্টির ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে একটি নতুন আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) উন্মোচন করেছে... আরও পড়ুন
সৌদি আরবের দক্ষিণাঞ্চলে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের পাঠানো একটি বিস্ফোরক ভর্তি ড্রোন ধ্বংস করেছে সৌদি এয়ার... আরও পড়ুন
করোনা আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আসন্ন সাধারণ নির্বাচনের আগে দেশটির ঐতিহ্য অনুযায়ী নির্বাচনী বিতর্ক... আরও পড়ুন
পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে চার শিশুকে গ্রেফতার করেছে পুলিশ। বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের... আরও পড়ুন
মন্তব্য করুন