
বি-টাউন অভিনেতা সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার পর থেকেই একবার ফের স্বজনপ্রীতি নিয়ে সরব হয়ে উঠেছে ভারতীয় সিনেমা ইন্ডাস্ট্রি।মূলত নায়িকা কাঙ্গণা রানাওয়াত সেই সরবে ঘি ঢেলেছেন। বারুদের মতো তা আজ জ্বলছে বি-টাউন জুড়ে।
‘নেপো পুত্র-কন্যাদের নিয়ে নেটিজেনদের বানানো ট্রল আর মিমে ভাসছে সামাজিক যোগাযোগমাধ্যম।
বাদ পড়েননি কাপুর খানদানের চেরাগরাও।যখন সেই সমালোচনার বাণ তাক করা হয়েছে কারিনা কাপুর খানের দিকে ।নবাব পত্নী কড়া জবাবই দিয়েছেন।
কারিনা নেপোটিজমের বিরুদ্ধে এই সমালোচনাকে ‘বিরক্তিকর’ বলে পাল্টা প্রশ্ন তুলেছেন—২১ বছর যেই ইন্ডাস্ট্রিতে টিকে আছি সম্মানের সঙ্গে কেবল বাবা-মায়ের নাম ভাঙ্গিয়ে? খেপেছেন নাকি—এটা স্রেফ পাগলের প্রলাপই।
কারিনা আরও বলেছেন—আমি কম করে হলেও একশজনের একটা তালিকা করতে পারবো, যাঁরা সুপারস্টারের সন্তান হলেও বি-টাউনের রাস্তায় পথ চলতে গিয়ে নিমিষেই হারিয়ে গেছেন।
কড়া অভিমানে সুরে বলেছেন ‘থ্রি ইডিয়ডস’ খ্যাত নায়িকা — বলিউডে দুই দশকেরও বেশি সময় ধরে কাজ করছি। শুরুতে স্বজনপোষণের সুবিধা হয়তো পেয়েছি, অস্বীকার করছি না। কিন্তু শুধুমাত্র সেগুলোর জন্য আমি টিকে আছি, তা নয়। কারণ, স্বজনদের শক্তি ব্যবহার করে এখানে আসা যায় কিন্তু দক্ষতা না থাকলে টিকে থাকা যায় না।
কারিনা আর বলেছেন — প্রত্যেক সফল মানুষের একটা সংগ্রামের গল্প আছে। হ্যাঁ, আমি পকেটে ১০ টাকা নিয়ে ট্রেনে চড়ে বড় পর্দার স্বপ্নে বিভোর হয়ে মুম্বাই আসিনি। আমার সংগ্রামের গল্প হয়তো এতটা জবরদস্ত নয়। তাই বলে কি আমার সংগ্রামটা সংগ্রাম না? হ্যাঁ, আমার বাবা রণধীর কাপুর, মা ববিতা। সে জন্য কি আমাকে এখন জনে জনে ক্ষমা চাইতে হবে?’
কারিনা বলেছেন, ‘একজন তারকাপুত্র বা তারকাকন্যাকেও নিজের যোগ্যতায় তারকা হতে হয়। পৃথিবীর প্রত্যেক তারকাকেই তারকা বানিয়েছেন দর্শক। যাঁরা আজ আমার দিকে আঙুল তুলছেন, তাঁদের হাত জোড় করে বলছি, আমাকে যদি আপনাদের পছন্দ না হয়, আমার ছবি দেখবেন না। কিন্তু উদ্ভট কথাবার্তা বলা বন্ধ করুন। এসব আলোচনার কোনো অর্থ নেই।
তীরটা ঠিক কার দিকে ছুড়েছেন কারিনা বলা মুশকিল তবে বেশ কড়া ভাষায় বলেছেন– বি-টাউনের অন্যতম সুপারস্টার অক্ষয় কুমার, শাহরুখ খান, আয়ুষ্মান খুরানা, রাজকুমার রাও, তাঁরা আজ বলিউডের স্বপ্নে বিভোর সহস্র তরুণের আইডল। আজ আমি বা আলিয়া ভাট, আমরা নিজেদের প্রতিভার প্রমাণ করেই কিন্তু পরবর্তী সিনেমাটা পাচ্ছি। দর্শকেরাই আমাদের তৈরি করেছেন। তাঁরাই আমাদের তারকাখ্যাতি ভেঙে চুরমার করার অধিকার রাখেন। আপনাদের মতো সুবধাবাদী রং বদলানো প্রাণীরা নন।
সুশান্তের মৃত্যুর পর থেকে তারকা সন্তানদের মধ্যে- আলিয়া ভাট, সোনাক্ষী সিনহা, সোনম কাপুর, কারিনা কাপুর প্রমুখেরা আমজনতার রোষের মুখে পড়েন।
কারিনার কথায়, ‘কঠোর পরিশ্রম করেই আজকের অবস্থানে আমাকে আসতে হয়েছে। তাই জোর গলায় বলতে পারি- স্বজনপ্রীতি নয়, আমাদের তৈরি করেছেন দর্শক। আমরা দর্শকের তৈরি তারকা।
এই পাতার আরও খবর
এই মুহুর্তে পড়া হচ্ছে
গুজবে কান দিয়ে রংপুরের যে যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে সেই শহিদুন্নবী জুয়েল আদতে ধর্মভিরু... আরও পড়ুন
নভেম্বরের শুরুতেই নয়া প্রেসিডেন্ট পেতে মার্কিন যুক্তরাষ্ট্রে ডাকযোগে আগাম ভোট শুরু হয়েছে চলতি মাসে। এরই... আরও পড়ুন
হাজী সেলিমপুত্র ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বহিস্কৃত কাউন্সিলর ইরফান সেলিম এবং তার দেহরক্ষী মোহাম্মদ... আরও পড়ুন
টানা দশ ঘণ্টা রাশিয়ার রাজধানী মস্কোতে বসে আলোচনার পর আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে সাময়িক যুদ্ধবিরতির... আরও পড়ুন
হঠাৎ করে ধর্ষণ বেড়ে যাওয়ায় সামাজিক মাধ্যমগুলোতে উদ্বিগ্ন আমজনতা। চলছে আন্দোলনও। দাবি উঠছে সর্বোচ্চ শাস্তি... আরও পড়ুন
প্রায় চার মাস বাদে পদ্মা সেতুর ৩২তম স্প্যান স্থাপনের মধ্য দিয়ে প্রায় ৫ কিলোমিটার দৃশ্যমান... আরও পড়ুন
উত্তর কোরিয়ার ক্ষমতাসীন ওয়ার্কাস পার্টির ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে একটি নতুন আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) উন্মোচন করেছে... আরও পড়ুন
সৌদি আরবের দক্ষিণাঞ্চলে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের পাঠানো একটি বিস্ফোরক ভর্তি ড্রোন ধ্বংস করেছে সৌদি এয়ার... আরও পড়ুন
করোনা আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আসন্ন সাধারণ নির্বাচনের আগে দেশটির ঐতিহ্য অনুযায়ী নির্বাচনী বিতর্ক... আরও পড়ুন
পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে চার শিশুকে গ্রেফতার করেছে পুলিশ। বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের... আরও পড়ুন
মন্তব্য করুন