
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির বিষয়ে আইনি প্রক্রিয়ার বাইরে তিনি কোনো ছাড় পাবেন না। জামিনের বিষয়ে সরকার কোনো পদক্ষেপ নেবে না।
আজ বুধবার আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দলটির শীর্ষ নেতা বৈঠক করেছেন। সেই বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ইঙ্গিত দিয়েছেন।
বৈঠক সূত্র বলছে, দলীয় সভাপতি শেখ হাসিনা দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে এ বিষয়ে বেশি কথাবার্তা না বলার নির্দেশনা দিয়েছেন।
‘এছাড়াও ওবায়দুল কাদেরকে কোনো উল্টাপাল্টা কথা বলতে নিষেধ করেছেন শেখ হাসিনা। খালেদা জিয়ার বিষয়ে কোনো কম্প্রোমাইজ নয়।’
উল্লেখ্য এর আগে বুধবার বিএনপির চার সংসদ সদস্য দলটির কারাবন্দি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে যাওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানিয়েছেন। পাশাপাশি তাঁর (খালেদা জিয়ার) চিকিৎসার ব্যবস্থা করার অনুরোধ করেছেন এই সংসদ সদস্যরা।
বিএসএমএমইউতে খালেদা জিয়াকে দেখতে যান দলটির চার সংসদ সদস্য জি এম সিরাজ, মোশাররফ হোসেন, জাহিদুর রহমান জাহিদ ও রুমিন ফারহানা। তারা খালেদা জিয়ার কেবিনে চার ঘণ্টা ছিলেন।
সেখান থেকে বেরিয়ে এমপি জি এম সিরাজ বলেন, আমরা সাতজন সংসদ সদস্য সংসদ নেতা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বলতে চাই, আপনি নিজে একবার আসু, আপনি দেখে যান।
তিনি বলেন, আমি নিশ্চিত, আমরা নিশ্চিত-আপনি যদি নিজে এসে দেখে যান আমাদের তিন-তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে। আপনার মানবিকতা জাগ্রত হবে, আপনার মায়া জাগ্রত হবে।
জি এম সিরাজ আরও বলেন, সংসদ নেতা ও মাননীয় প্রধানমন্ত্রী হিসেবে আপনার কাছে আমাদের সবিনয় অনুরোধ, আপনি আমাদের ম্যাডাম জিয়ার জামিনের জন্য পদক্ষেপ গ্রহণ করুন। আপনি আমলাতান্ত্রিক পরামর্শ না নিয়ে দয়া করে রাজনৈতিক দূরদর্শিতায় আমাদের নেত্রীকে ছেড়ে দিন, জামিনের ব্যবস্থা করে দিন।
জামিনের বিষয় পুরোপুরি আদালতের এখতিয়ার সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের এমন বক্তব্যে সিরাজ বলেন, রাজনৈতিক সিদ্ধান্ত ছাড়া কি ম্যাডামের মুক্তি হবে? আজকে আমাদের সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিব্রহবোধ করেন তাঁর জামিনের বিষয়ে।
যেখানে পরিবারের সদস্যরা দেখা করতে বিলম্ব হচ্ছে যেখানে আপনারা সাক্ষাৎ পাচ্ছেন, সরকার আপনাদের পাঠাল কিনা- সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে নারী সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, একদমই না।
প্যারোলে মুক্তির বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমি সরাসরি প্যারোলের বিষয়ে ম্যাডামকে বলেছিলাম। ম্যাডাম আমাকে বলেছেন যে, জামিন আমার হক। দেশের আইন অনুযায়ী আমি এখনই জামিন লাভের যোগ্য। কোনো রকমের কোনো অপরাধ আমি করিনি। সুতরাং এখানে প্যারোলের প্রশ্ন কেন আসবে? প্যারোলের কোনো প্রশ্নই আমাদের তরফ থেকে তোলা হয়নি।
ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, আমি ব্যারিস্টার রফিকুল হকের সঙ্গে দীর্ঘকাল কাজ করেছি, আমার আইনের ওপর যে অভিজ্ঞতা এই ধরনের মামলায় এডমিশনে বেইল হয়ে যায়। সেখানে এরকম শারীরিক অবস্থায় ১৮ মাস ধরে উনি কারাগারে বন্দি আছেন। আমি স্পষ্টভাষায় বলতে চাই, উনাকে পরিকল্পিতভাবে মৃত্যুর দিকে ঠেলে দেয়া হচ্ছে। তার এই শারীরিক অবস্থার জন্য সরকার দায়ী। তার কোনো রকমের কোনো সুচিকিৎসা দেয়া হচ্ছে না। তার অবস্থার যেটা অবনতি হয়েছে তার জন্য সম্পূর্ণরুপে সরকার দায়ী।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ১০ বছর এবং জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় ৭ বছরের কারাদণ্ডে দণ্ডিত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া গত দেড় বছর ধরে কারাগারে রয়েছেন। গত ১ এপ্রিল তাকে বিএসএমএমইউতে ভর্তি করা হয়।
এই পাতার আরও খবর
এই মুহুর্তে পড়া হচ্ছে
জগন্নাথ বিশ্ববিদ্যালয় সান্ধ্যকালীন কোর্সে নতুন শিক্ষার্থী ভর্তি না নেয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। বৃহস্পতিবার জনসংযোগ,... আরও পড়ুন
টিভিতে সাক্ষাৎকার এড়াতে ফ্রিজের ভেতর লুকিয়েছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।গতকাল বুধবার এমন খবর ছড়িয়েছে আর্ন্তজাতিক... আরও পড়ুন
নাইজারের একটি প্রত্যন্ত সামরিক ক্যাম্পে জঙ্গি হামলায় অন্তত ৭১ জন সৈন্য নিহত হয়েছে। নাইজারের... আরও পড়ুন
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন জানুয়ারি মাসের শেষ সপ্তাহে আয়োজনের সিদ্ধান্ত রয়েছে কমিশনের।... আরও পড়ুন
ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নাগরিকত্ব বিল নিয়ে বলেছেন—দুনিয়ার সব মুসলমানরা যদি তাঁর দেশে... আরও পড়ুন
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় আপিল বিভাগ বেগম খালেদা জিয়ার জামিন খারিজ করে দিয়েছেন। একইসঙ্গে বিএনপি... আরও পড়ুন
রাজধানীর রবীন্দ্র সরোবর প্রাঙ্গণে পপুলেশন সার্ভিসেস এন্ড ট্রেনিং সেন্টার (পিএসটিসি) এর উদ্যোগে সম্প্রতি আয়োজন করা... আরও পড়ুন
নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের উপর কর্তৃত্ব ও সাম্প্রতিক ৩৩৯টি পদের নিয়োগ নিয়ে আনুষ্ঠানিক বৈঠকে ক্ষুব্ধ... আরও পড়ুন
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক একজন এক্সপার্ট। তাকে এক্সপার্ট হয়েই বিশ্ববিদ্যালয়ে ঢুকতে হবে। উল্টোটা না। বেশীরভাগ মানুষ দেখেছি... আরও পড়ুন
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মেডিক্যাল রিপোর্ট আজ বুধবার আদালতে পাঠানো হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিব... আরও পড়ুন
মন্তব্য করুন