
স্বজনপোষনে শিকাড় নাকি প্রতারণার শিকাড় ঠিক কোন কারণে আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন বি-টাউনের উঠতি নায়ক সুশান্ত সিং রাজপুত ? তাঁর আত্মহত্যাকে ঘিরে যেসব ধোঁয়াশা তৈরি হলো সেগুলোর জট এখনও খুলে উঠতে পারেনি মুম্বাই পুলিশ। তদন্তে অনেক তথ্য বেরিয়ে এলেও, সেগুলো থেকে স্পষ্ট কোনও উত্তর মেলে না।
চলছে জেরা।তদন্ত স্বার্থে বি-টাউনের মহারথী পরিচালকদেরকেও ছাড়ছেন না পুলিশ। মহেশ ভাট থেকে শুরু করে আদিত্য চোপড়া। কেউ বাদ পড়ছেন না।
এমন সময়ই সুশান্তের জন্মস্থান পাটনার রাজীব নগর থানায় হাজির হলেন সুশান্তের বাবা কে কে সিং। দায়ের করেছেন সুশান্তের চর্চিত প্রেমিকা রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে অভিযোগ।
অভিযোগে উল্লেখ করা হয়, রিয়া এবং তার পরিবারের সদস্যরা সুশান্তের সঙ্গে প্রতারণা করেছে। তাকে আর্থিকভাবে শোষণ করেছে। সুশান্তের বাবা এটাও মনে করেন, রিয়া তার ছেলেকে নানা কৌশলে তাদের পরিবার থেকে পুরোপুরি আলাদা করে ফেলেছিল।
সুশান্তের বাবার দায়ের করা এই অভিযোগের ভিত্তিতে তদন্তের জন্য চার সদস্যের একটি পুলিশি দল গঠন করা হয়েছে। তদন্ত দল এরমধ্যে পাটনা থেকে মুম্বাই উড়ে গেছে অভিযোগটি খতিয়ে দেখতে।
এদিকে প্রথম দিন থেকেই মুম্বাই পুলিশ সুশান্তের মৃত্যুর মামলাটি তদন্ত করছে। এখন পর্যন্ত অভিযুক্ত রিয়া চক্রবর্তী, ঘনিষ্ঠ বন্ধু, কাজের সহযোগী এবং চলচ্চিত্র নির্মাতা সঞ্জয় লীলা বানসালি, মহেশ ভাট, ধর্ম প্রোডাকশনের সিইও অপূর্ব মেহতাসহ মোট ৩৯ জনকে জিজ্ঞাসাবাদ করেছে মুম্বাই পুলিশ।
গত ১৪ জুন মুম্বাইয়ে বান্দ্রার কার্টার রোডে নিজের ফ্ল্যাটে সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্ত প্রতিবেদনে জানা গেছে, বিছানার চাদর গলায় প্যাঁচিয়ে ঝুলে থাকায় অ্যাসপিক্সিয়ার (অক্সিজেনের ঘাটতিতে দম বন্ধ হওয়া) কারণে মারা গেছেন তিনি। তার ঘরে পাওয়া গেছে প্রেসক্রিপশন ও অ্যান্টি ডিপ্রেশন ওষুধ। তবে কোনও সুইসাইড নোট মেলেনি।
১৮ জুন থানায় ডেকে পুলিশি জিজ্ঞাসাবাদে রিয়া উল্লেখ করেন, কয়েক মাস ধরে সত্যিই বিষণ্ণতায় ভুগছিলেন সুশান্ত। তবে ওষুধ ব্যবহার করতেন না তিনি। পুলিশকে এ তথ্যও দিয়েছেন রিয়া।
হতাশার বৃত্ত থেকে বেরিয়ে আসতে যোগব্যায়াম ও মেডিটেশনকে বেছে নিয়েছিলেন প্রয়াত তারকা। ওষুধ নিতে প্রেমিককে রাজি করাতে অনেক চেষ্টার পরও ব্যর্থ হন তিনি।
সুশান্তের সঙ্গে রিয়ার প্রেমের গুঞ্জন চলছিল অনেকদিন ধরে। তারা একসঙ্গে বিদেশে ঘুরে বেড়িয়েছেন। কিন্তু কখনও সম্পর্কের কথা প্রকাশ্যে মুখ ফুটে বলেননি কেউই।
১৮ জুন মুম্বাই পুলিশের সামনে সুশান্তের সঙ্গে মন দেওয়া-নেওয়ার কথা স্বীকার করে নিয়েছেন রিয়া। তিনি জানান, ভারতে অবরুদ্ধ অবস্থা (লকডাউন) থাকাকালে একই অ্যাপার্টমেন্টে ছিলেন তারা। কিন্তু একদিন ঝগড়ার কারণে রিয়া বেরিয়ে চলে যান। তবে এরপরও মোবাইল ফোনে কথা ও মেসেজ আদান-প্রদান হয়েছে তাদের।
পুলিশকে রিয়া আরও জানান, তাকেই বিয়ে করার প্রস্তুতি নিচ্ছিলেন সুশান্ত। এ বছরের নভেম্বরে তাদের সাত পাকে বাঁধা পড়ার কথা ছিল। জীবনের নতুন ইনিংস শুরু করতে নতুন বাড়ি খুঁজছিলেন দু’জনে।
বিয়ের আগে রুমি জাফরির পরিচালনায় একটি ও অন্য আরেকটি ছবিতে একসঙ্গে অভিনয়ের পরিকল্পনা ছিল সুশান্ত-রিয়ার। পুলিশকে এ তথ্যটিও জানাতে ভোলেননি সুশান্তের প্রেমিকা।
সম্প্রতি রিয়ার বিরুদ্ধে সুশান্তের বাবার সরাসরি অভিযোগ দায়েরের মধ্য দিয়ে গুঞ্জনের বিষয়টি আরও গতি পেলো। কারণ, বলিউড বাতাসে প্রথম থেকেই ভাসছে- রিয়া চক্রবর্তীর অবহেলা আর অসম এক প্রেমের ঘটনাকে কেন্দ্র করেই সুশান্ত চক্রবর্তী অকালে ঝরে পড়লেন।
এই মুহুর্তে পড়া হচ্ছে
গুজবে কান দিয়ে রংপুরের যে যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে সেই শহিদুন্নবী জুয়েল আদতে ধর্মভিরু... আরও পড়ুন
নভেম্বরের শুরুতেই নয়া প্রেসিডেন্ট পেতে মার্কিন যুক্তরাষ্ট্রে ডাকযোগে আগাম ভোট শুরু হয়েছে চলতি মাসে। এরই... আরও পড়ুন
হাজী সেলিমপুত্র ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বহিস্কৃত কাউন্সিলর ইরফান সেলিম এবং তার দেহরক্ষী মোহাম্মদ... আরও পড়ুন
টানা দশ ঘণ্টা রাশিয়ার রাজধানী মস্কোতে বসে আলোচনার পর আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে সাময়িক যুদ্ধবিরতির... আরও পড়ুন
হঠাৎ করে ধর্ষণ বেড়ে যাওয়ায় সামাজিক মাধ্যমগুলোতে উদ্বিগ্ন আমজনতা। চলছে আন্দোলনও। দাবি উঠছে সর্বোচ্চ শাস্তি... আরও পড়ুন
প্রায় চার মাস বাদে পদ্মা সেতুর ৩২তম স্প্যান স্থাপনের মধ্য দিয়ে প্রায় ৫ কিলোমিটার দৃশ্যমান... আরও পড়ুন
উত্তর কোরিয়ার ক্ষমতাসীন ওয়ার্কাস পার্টির ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে একটি নতুন আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) উন্মোচন করেছে... আরও পড়ুন
সৌদি আরবের দক্ষিণাঞ্চলে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের পাঠানো একটি বিস্ফোরক ভর্তি ড্রোন ধ্বংস করেছে সৌদি এয়ার... আরও পড়ুন
করোনা আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আসন্ন সাধারণ নির্বাচনের আগে দেশটির ঐতিহ্য অনুযায়ী নির্বাচনী বিতর্ক... আরও পড়ুন
পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে চার শিশুকে গ্রেফতার করেছে পুলিশ। বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের... আরও পড়ুন
মন্তব্য করুন