
সুশান্ত সিং রাজপুতের চর্চিত প্রেমিকা রিয়া চক্রবর্তী। সুশান্তের মৃত্যুর পর থেকেই তার নাম উঠে আসছে বার বার। লকডাউনে তিনি সুশান্তের সঙ্গে তাঁর বাড়িতে ছিলেন। গত ৬ জুন সুশান্তের বাড়ি ছাড়েন রিয়া। ১৪ জুন সুশান্তের মৃত্যু হয়।
সুশান্তের মৃত্যুর তদন্ত চেয়ে যিনি ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে টুইট করেছিলেন আজ তিনিই সেই তদন্তের কেন্দ্রে!
গতকাল বুধবার সুশান্তের বাবা ভারতীয় দণ্ডবিধির মোট ছ’টি ধারায় ছেলের প্রেমিকা রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে এফআই আর দায়ের করার পরেই আচমকা বদলে গিয়েছে তদন্তের ধারা।
এই মর্মান্তিক মৃত্যুর তদন্তে করণ জোহর থেকে সঞ্জয়লীলা বানসালী কোন মহারথীই বাদ পড়েননি পুলিশী জেরা থেকে।
চলতি সপ্তাহে বিহার পুলিসের জিজ্ঞাসাবাদে সুশান্তের প্রাক্তন প্রেমিকা ও অভিনেত্রী অঙ্কিতা লোখেন্ড দাবি করেন, ২০১৯ সালে ‘মনিকর্ণিকা’ সিনেমাটি মুক্তির সময় সুশান্ত তাঁকে ফোন করে শুভেচ্ছা জানান। ওই সময় সুশান্তের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা হয় অঙ্কিতার।
ওই সময় সুশান্ত তাঁকে জানান, রিয়া তাঁকে অপমান, অপদস্ত করেন। রিয়ার সঙ্গে সম্পর্কে তিনি খুশি নন। ফলে ওই সম্পর্ক তিনি শেষ করে দিতে চান ‘কাইপোছে’ খ্যাত নায়ক।
বিহার পুলিশের জিজ্ঞাসাবাদের সময় পুরনো সেই তথ্য তুলে ধরেন অঙ্কিতা। এমনকী, সুশান্তের সঙ্গে ওই সময় কী কথা হয়েছিল, সেই স্ক্রিনশেটও পুলিশের সামনে তুলে ধরেন অঙ্কিতা। অর্থাত রিয়ার সঙ্গে সম্পর্ক নিয়ে সুশান্ত যে একেবারেই খুশি ছিলেন না, তা পুলিশের সামনে স্পষ্ট করে জানান অঙ্কিতা লোখন্ডে।
২০১০ সালে ‘পবিত্র রিশতা’র সেট থেকে অঙ্কিতা লোখন্ডের সঙ্গে সম্পর্কের সূত্রপাত হয় সুশান্ত সিং রাজপুতের। ছয় বছর ধরে অঙ্কিতা এবং সুশান্ত লিভ ইন করেন। বিয়ে করার কথাও ছিল এই জুটির।
এরপর বি-টাউনে পা রাখার পর ক্রমশ অঙ্কিতার কাছ থেকে সরে যান সুশান্ত। এরপরই ২০১৮ সালে শেষের দিকে রিয়া চক্রবর্তীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন সুশান্ত সিং রাজপুত। সেই থেকে সুশান্ত এবং রিয়ার সম্পর্ক নিয়ে বি-টাউনে চর্চা শুরু হয়।
তবে যতই তাঁদের সম্পর্ক নিয়ে চর্চা শুরু হোক না কেন, রিয়া কখনও তা স্বীকার করেননি। এমনকী, সুশান্ত তাঁর ভাল বন্ধু বলে দাবি করেন রিয়া।
যদিও সুশান্তের মৃত্যুর এক মাস পর প্রয়াত অভিনেতাকে নিজের ভালবাসার মানুষ বলে দাবি করেন রিয়া চক্রবর্তী।
এই মুহুর্তে পড়া হচ্ছে
গুজবে কান দিয়ে রংপুরের যে যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে সেই শহিদুন্নবী জুয়েল আদতে ধর্মভিরু... আরও পড়ুন
নভেম্বরের শুরুতেই নয়া প্রেসিডেন্ট পেতে মার্কিন যুক্তরাষ্ট্রে ডাকযোগে আগাম ভোট শুরু হয়েছে চলতি মাসে। এরই... আরও পড়ুন
হাজী সেলিমপুত্র ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বহিস্কৃত কাউন্সিলর ইরফান সেলিম এবং তার দেহরক্ষী মোহাম্মদ... আরও পড়ুন
টানা দশ ঘণ্টা রাশিয়ার রাজধানী মস্কোতে বসে আলোচনার পর আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে সাময়িক যুদ্ধবিরতির... আরও পড়ুন
হঠাৎ করে ধর্ষণ বেড়ে যাওয়ায় সামাজিক মাধ্যমগুলোতে উদ্বিগ্ন আমজনতা। চলছে আন্দোলনও। দাবি উঠছে সর্বোচ্চ শাস্তি... আরও পড়ুন
প্রায় চার মাস বাদে পদ্মা সেতুর ৩২তম স্প্যান স্থাপনের মধ্য দিয়ে প্রায় ৫ কিলোমিটার দৃশ্যমান... আরও পড়ুন
উত্তর কোরিয়ার ক্ষমতাসীন ওয়ার্কাস পার্টির ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে একটি নতুন আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) উন্মোচন করেছে... আরও পড়ুন
সৌদি আরবের দক্ষিণাঞ্চলে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের পাঠানো একটি বিস্ফোরক ভর্তি ড্রোন ধ্বংস করেছে সৌদি এয়ার... আরও পড়ুন
করোনা আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আসন্ন সাধারণ নির্বাচনের আগে দেশটির ঐতিহ্য অনুযায়ী নির্বাচনী বিতর্ক... আরও পড়ুন
পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে চার শিশুকে গ্রেফতার করেছে পুলিশ। বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের... আরও পড়ুন
মন্তব্য করুন