
রিডার::যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যে জুন মাসের ১২ তারিখেই বৈঠক হতে যাচ্ছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
গতকাল শুক্রবার উত্তর কোরিয়ার উর্ধ্বতন এক কর্মকর্তার সঙ্গে হোয়াইট হাউজে বৈঠক শেষে এই তথ্য জানান ট্রাম্প।
পিয়ংইয়ংয়ের ‘প্রকাশ্য শত্রুতা ও ক্ষুব্ধ প্রতিক্রিয়া’কে দায় দিয়ে সপ্তাহখানেক আগে সিঙ্গাপুরে উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উনের সঙ্গে প্রস্তাবিত বৈঠকও তিনিই বাতিল করেছিলেন।
উত্তর কোরিয়া বৈঠক অনুষ্ঠানের ব্যাপারে আগ্রহ দেখালে নতুন করে কূটনৈতিক তৎপরতা শুরু হয়। তারই অংশ হিসেবে মে-র শেষদিকে যুক্তরাষ্ট্রে আসেন কিমের প্রতিনিধি কিম ইয়ং-চোল।
শুক্রবার তার সঙ্গে বৈঠকের পরই মার্কিন প্রেসিডেন্ট আগের নির্ধারিত তারিখে কিমের সঙ্গে বৈঠকের কথা নিশ্চিত করেন বলে জানিয়েছে বিবিসি।
বৈঠক শেষে ট্রাম্প বলেন, ‘১২ জুন সিঙ্গাপুরেই আমরা বৈঠক করবো। ঠিকঠাক মতোই সব হচ্ছে। আমরা তাদের জনগণ সম্বন্ধে ভালো করে জানতে পারবো।’
বৈঠকে চোল উত্তরের শীর্ষ নেতার একটি চিঠিও মার্কিন প্রেসিডেন্টের হাতে পৌঁছে দেন।
তাৎক্ষণিকভাবে ওই চিঠিকে ‘খুবই কৌতুহল উদ্দীপক’ বললেও ট্রাম্প পরে জানান তিনি এখনো কিমের চিঠিটি খুলে দেখেননি।
সিঙ্গাপুরের বৈঠকে কোরীয় যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি নিয়ে আলোচনার হতে পারে বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট। ১৯৫০-৫৩ সাল পর্যন্ত চলা রক্তক্ষয়ী যুদ্ধের পর দুই কোরিয়ার মধ্যে যুদ্ধবিরতি চললেও কোনো শান্তিচুক্তি হয়নি।
মাসখানেক আগে দুই কোরিয়ার মধ্যে অনুষ্ঠিত শীর্ষ সম্মেলনেও কিম ও মুন দুই কোরিয়ার মধ্যে শান্তিচুক্তির ব্যাপারে জোর দিয়েছিলেন।
তবে ১২ জুনের বৈঠকেই সব চুক্তি হয়ে যাবে, এমন আশা না করতেও পরামর্শ দিয়েছেন ট্রাম্প।
তিনি বলেন, ‘কখনোই বলিনি এক বৈঠকেই সব হয়ে যাবে। আমার মনে হয় এটি একটি পদ্ধতি। যদিও সম্পর্ক গড়ে উঠছে, এবং এটি খুবই ইতিবাচক।’
১২ জুনের এই বৈঠকটি হতে যাচ্ছে দায়িত্বপ্রাপ্ত কোনো মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে উত্তরের কোনো শীর্ষ নেতার প্রথম বৈঠক।
এই মুহুর্তে পড়া হচ্ছে
গুজবে কান দিয়ে রংপুরের যে যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে সেই শহিদুন্নবী জুয়েল আদতে ধর্মভিরু... আরও পড়ুন
নভেম্বরের শুরুতেই নয়া প্রেসিডেন্ট পেতে মার্কিন যুক্তরাষ্ট্রে ডাকযোগে আগাম ভোট শুরু হয়েছে চলতি মাসে। এরই... আরও পড়ুন
হাজী সেলিমপুত্র ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বহিস্কৃত কাউন্সিলর ইরফান সেলিম এবং তার দেহরক্ষী মোহাম্মদ... আরও পড়ুন
টানা দশ ঘণ্টা রাশিয়ার রাজধানী মস্কোতে বসে আলোচনার পর আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে সাময়িক যুদ্ধবিরতির... আরও পড়ুন
হঠাৎ করে ধর্ষণ বেড়ে যাওয়ায় সামাজিক মাধ্যমগুলোতে উদ্বিগ্ন আমজনতা। চলছে আন্দোলনও। দাবি উঠছে সর্বোচ্চ শাস্তি... আরও পড়ুন
প্রায় চার মাস বাদে পদ্মা সেতুর ৩২তম স্প্যান স্থাপনের মধ্য দিয়ে প্রায় ৫ কিলোমিটার দৃশ্যমান... আরও পড়ুন
উত্তর কোরিয়ার ক্ষমতাসীন ওয়ার্কাস পার্টির ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে একটি নতুন আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) উন্মোচন করেছে... আরও পড়ুন
সৌদি আরবের দক্ষিণাঞ্চলে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের পাঠানো একটি বিস্ফোরক ভর্তি ড্রোন ধ্বংস করেছে সৌদি এয়ার... আরও পড়ুন
করোনা আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আসন্ন সাধারণ নির্বাচনের আগে দেশটির ঐতিহ্য অনুযায়ী নির্বাচনী বিতর্ক... আরও পড়ুন
পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে চার শিশুকে গ্রেফতার করেছে পুলিশ। বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের... আরও পড়ুন
মন্তব্য করুন