
কাতারভিত্তিক আল জাজিরায় টেলিভিশনে এক প্রতিবেদনের সাক্ষাৎকার দেওয়ায় মালয়েশিয়ায় গ্রেপ্তার হন প্রবাসী বাংলাদেশি রায়হান কবির। প্রতিবেদনে বলা হয়েছিল, দেশটির সরকারের নেওয়া সাম্প্রতিক পদক্ষেপে সেখানকা অভিবাসীরা বৈষম্যে শিকাড় হচ্ছেন।
গত ২৪ জুলাই রায়হানকে গ্রেফতার করে মালয়েশিয়া পুলিশ। এরপর ১০ দিন পেরিয়ে গেলেও তার কোনো খবর পাওয়া যায়নি।
বাংলা রিডারকে রায়হানের মা রাশিদা বেগম বলেন — আমার ছেলের জন্মের পর এমন কোনো ঈদ নেই যে, সে আমাদের সঙ্গে ছিল না বা আমাদের সঙ্গে কথা বলেনি। এই প্রথম ঈদে আমাদের ছেলে কাছে নেই, তার সঙ্গে কোনো কথাও হয়নি। সে কখন আমাদের কাছে ফিরবে, তাও আমরা জানি না।
এসব কথা বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন তিনি।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন বন্দরের ২১ নম্বর ওয়ার্ডের শাহী মসজিদ এলাকায় রায়হানের বাড়ি। তার বাবা শাহ আলম একটি পোশাক কারখানায় চাকরি করেন।স্ত্রীর সঙ্গে তিনিও কাঁদছিলেন।
রায়হাসের মা জানান — আমি মালয়েশিয়া সরকারের কাছে অনুরোধ করছি আমার ছেলেকে ফিরিয়ে দেওয়ার জন্য। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছেও আমি একই অনুরোধ করছি। আমি নিশ্চিত, আমার ছেলে কোনো অপরাধ করেনি। সে অপরাধ করার মতো মানুষ না। আমার ছেলে না ফিরলে, আমি ঈদ উদযাপন করবো না। যেদিন আমার ছেলে ফিরবে, সেদিন আমার ঈদ হবে।
তিনি বলেন — আমার ছেলে কখনো কোনো অন্যায় করেনি। কিন্তু সে সব সময় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতো। আমি তাকে অনেকবার বলেছি যে, তুমি এভাবে প্রতিবাদ করতে থাকলে, একসময় বিপদে পড়বে। সে বলতো, অন্যায়ের প্রতিবাদ না করলে তার অপরাধবোধ হয়। কে জানে এখন আমার ছেলে কী অবস্থায় আছে।
পরিবার এবং স্থানীয়রা জানান, বন্দর এলাকার সবার কাছে রায়হান ‘বিদ্রোহী’ হিসেবে পরিচিত ছিলেন। এলাকায় কেউ সমস্যায় পড়লে, রায়হান তার পাশে দাঁড়াতেন। অসচ্ছল শিক্ষার্থীদের বই ও অর্থ দিয়ে সহায়তা করতেন তিনি। এলাকায় মাদকপাচারের বিরুদ্ধেও খুব সোচ্চার ছিলেন।
২০১৩ সালে সরকারি তোলারাম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন তিনি। পরের বছর মালয়েশিয়া যান রায়হান। সেখানেই বিএ পাস করেন তিনি। সেখানে পার্ট টাইম জব করে নিজের লেখাপড়ার খরচ বহনের পাশাপাশি বাড়িতেও কিছু টাকা পাঠাতেন।
জানুয়ারিতে সেখানকার একটি বেসরকারি কোম্পানিতে চাকরি পান তিনি। কোম্পানি থেকে তাকে গাড়ি ও থাকার ব্যবস্থা করে দিয়েছিল। ফেব্রুয়ারি মাসে প্রথম বেতন পাওয়ার পর লকডাউনে বেতন বন্ধ হয়ে যায় তার।
গত ৩ জুলাই, ‘লকড আপ ইন মালয়েশিয়াস লকডাউন’ নামে একটি প্রামাণ্যচিত্র প্রচার করে আল জাজিরা। এতে প্রবাসী কর্মীদের প্রতি মালয়েশিয়া সরকার যে বৈষম্যমূলক আচরণ করছে তা তুলে ধরা হয়। এতে রায়হানসহ মালয়েশিয়ায় কর্মরত বিভিন্ন দেশের প্রবাসী কর্মীরা সাক্ষাৎকার দেন, যার ফলে ক্ষিপ্ত হয়ে ওঠে কর্তৃপক্ষ।
রায়হানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। পরে ২৪ জুলাই বিকেলে তাকে গ্রেফতার করে মালয়েশিয়া পুলিশ।
এ ঘটনার নিন্দা জানিয়ে দ্রুত রায়হানকে মুক্তি দেওয়ার দাবি জানায় হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ বিভিন্ন আন্তর্জাতিক এবং বাংলাদেশি সংস্থা।
গ্রেফতার হওয়ার আগেরদিন বাবার সঙ্গে কথা হয়েছিল রায়হানের।
গ্রেফতারের আগে আতঙ্কিত রায়হান ওই মেসেজে লেখেন — বিশ্বের অনেক দেশ এখনো শ্রমিকদের দাস বানিয়ে রাখে। গুগলে সার্চ করলেই জানা যাবে, আমরা সবচেয়ে সস্তয় শ্রম দেই।
তারপরও তারা আমাদের আঘাত করে, সাজা দেয়, যদিও এটা অবৈধ, কারণ সিস্টেমই এমন হয়ে গেছে। কেন তারা অন্য দেশের মানুষের সামনে প্রাণিদের মতো শেকলে হাত বেঁধে শ্রমিকদের বিমানবন্দর অতিক্রম করায়? কেন তারা শাস্তির নামে আমার ধর্মপ্রাণ মুসলমান ভাইদের নগ্ন করে ফেলে? এত অন্যায় হওয়া সত্ত্বেও আমরা তাদের বিরুদ্ধে আওয়াজ করতে পারি না। আমরা কেবল দুঃখে চোখের পানি ফেলি।
তিনি আরও লেখেন — আমি ভালো আছি। আমার পরিবার ভালো আছে। আমার মালয়েশিয়ান ডিগ্রি আছে। করপোরেট জব করে আমি আমার জীবন আরামে কাটিয়ে দিতে পারতাম। কিন্তু যখন আমি আমার চোখের সামনে নিজ দেশের ভাইদের অমানুষিক নির্যাতনের শিকার হতে দেখলাম, তখন আমি তা সহ্য করতে পারলাম না। এ কারণে এখন আমি পলাতক আসামি। আমি কীভাবে প্রতি মুহূর্ত পার করছি, কীভাবে কষ্ট করছি, তার আর না বলি। সেসব গল্প আরেকদিন হবে। আমার একমাত্র অপরাধ আমি বাঙালি।
এই মুহুর্তে পড়া হচ্ছে
গুজবে কান দিয়ে রংপুরের যে যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে সেই শহিদুন্নবী জুয়েল আদতে ধর্মভিরু... আরও পড়ুন
নভেম্বরের শুরুতেই নয়া প্রেসিডেন্ট পেতে মার্কিন যুক্তরাষ্ট্রে ডাকযোগে আগাম ভোট শুরু হয়েছে চলতি মাসে। এরই... আরও পড়ুন
হাজী সেলিমপুত্র ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বহিস্কৃত কাউন্সিলর ইরফান সেলিম এবং তার দেহরক্ষী মোহাম্মদ... আরও পড়ুন
টানা দশ ঘণ্টা রাশিয়ার রাজধানী মস্কোতে বসে আলোচনার পর আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে সাময়িক যুদ্ধবিরতির... আরও পড়ুন
হঠাৎ করে ধর্ষণ বেড়ে যাওয়ায় সামাজিক মাধ্যমগুলোতে উদ্বিগ্ন আমজনতা। চলছে আন্দোলনও। দাবি উঠছে সর্বোচ্চ শাস্তি... আরও পড়ুন
প্রায় চার মাস বাদে পদ্মা সেতুর ৩২তম স্প্যান স্থাপনের মধ্য দিয়ে প্রায় ৫ কিলোমিটার দৃশ্যমান... আরও পড়ুন
উত্তর কোরিয়ার ক্ষমতাসীন ওয়ার্কাস পার্টির ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে একটি নতুন আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) উন্মোচন করেছে... আরও পড়ুন
সৌদি আরবের দক্ষিণাঞ্চলে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের পাঠানো একটি বিস্ফোরক ভর্তি ড্রোন ধ্বংস করেছে সৌদি এয়ার... আরও পড়ুন
করোনা আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আসন্ন সাধারণ নির্বাচনের আগে দেশটির ঐতিহ্য অনুযায়ী নির্বাচনী বিতর্ক... আরও পড়ুন
পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে চার শিশুকে গ্রেফতার করেছে পুলিশ। বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের... আরও পড়ুন
মন্তব্য করুন