
রিডার ফাইল ছবি
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের আগ পর্যন্ত অন্য জাতীয় নির্বাচনগুলোর তুলনায় কম সহিংসতা হয়েছে বলে দাবি করেছে আওয়ামী লীগ।
নির্বাচনকালীন সহিংসতা নিয়ে মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলারের বক্তব্যের প্রসঙ্গে এমন কথা জানান দলটির নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক ড. সেলিম মাহমুদ। তিনি বলেন, একজন রাষ্ট্রদূতের বক্তব্যে ব্যাপক সহিংসতার কথা বলেছেন।
সহিংসতা মূলত যেটুকু হয়েছে তার মূল ভিক্টিম আওয়ামী লীগ। ওই রাষ্ট্রদূতের বক্তব্যের প্রেক্ষিতে নির্বাচন নিয়ে অন্য ধরনের প্রশ্ন আছে। ২০০১ সালে বিএনপি জামায়াতের সহিংসতায় ৫০০ লোক মারা গেছে।
২০১৪ সালে পেট্রোল বোমায় অন্তত আরো ৩০৪ জন মানুষ মারা গেছে। অপেক্ষাকৃতভাবে ২০০৬, ২০১৩, ২০১৪ সালের তুলনায় সহিংসতা কম হয়েছে বলে এ সময় দাবি করেন তিনি।
আজ শনিবার সন্ধ্যায় নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদের সাথে দেখা করে আওয়ামী লীগের প্রতিনিধি দল। সাক্ষাতের আগে ব্রিফিংয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন তারা।
প্রতিনিধি দলের প্রধান ও আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য আক্তারুজ্জামান বলেন, নির্বাচনকে কেন্দ্র করে বহু ধরনের প্রশ্ন, ঘটনা, রাজনৈতিক বক্তব্য প্রত্যক্ষ করতে হয়েছে।
নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে জামায়াত-বিএনপি-ঐক্যফ্রন্ট অনেক বিতর্ক করেছেন, প্রশ্নবিদ্ধ করেছেন।
নির্বাচনকালীন সহিংসতায় আওয়ামী লীগের ছয়জন নেতাকর্মী মারা গেছেন বলেও জানান আক্তারুজ্জামান।
এছাড়া, গতকাল শুক্রবার দিনাজপুরে মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক মাহবুবুর রহমান গুরুতর আহত হয়ে সিএমএইচে চিকিৎসা নিচ্ছেন।
আক্তারুজ্জামান বলেন, মূলত নির্বাচনকে ভুল, প্রশবিদ্ধ করতে এমন অপচেষ্টা করেছে বিএনপি-জামায়াত চক্র। তবে সকল চক্রান্ত, ষড়যন্ত্র নস্যাৎ করে জাতি আগামীকাল সামগ্রিকভাবে তাদের রায় দিবে আশার কথা জানান তিনি।
বলেন, গতকাল শুক্রবার থেকে শনিবার পর্যন্ত রাঙামাটি, ব্রাহ্মনবাড়িয়া, ফেনী, ময়মনসিংহ, রাজশাহী, বাগেরহাটে আক্রমণ, ভাঙচুর জ্বালাও-পোড়াও করা হয়েছে।
বিএনপি-জামায়াত দেশপ্রেমী সশস্ত্র বাহিনীকেও নিয়ে আপত্তিকর বক্তব্য ও অপপ্রচার করেছে বলেও মন্তব্য করেন আক্তারুজ্জামান। এসব কাজ সংবিধান ও আইনের পরিপন্থী বলেও উল্লেখ করেন তিনি।
আক্তারুজ্জামান বলেছেন, সব বাধা বিপত্তি অতিক্রম করে শান্তি-শৃঙ্খলার মধ্য দিয়ে নির্বাচন অনুষ্ঠিত হবে।
চতুর্থবারের মত শেখ হাসিনা আবারো প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন বলে বিফ্রিংয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত খবরের উল্লেখ করেন আক্তারুজ্জামান।
৩০ ডিসেম্বরের নির্বাচন রাজনৈতিকভাবে গুরুত্বপূণ উল্লেখ করে আক্তারুজ্জামান আরো বলেন, সকল পরিস্থিতিতে মোকাবেলা করতে সতর্ক থাকতে হবে। ভোটের দিন মিথ্যা ও ভুয়া অপপ্রচারের শঙ্কা আছে বলেও জানান তিনি।
তবে জনগণের ব্যাপক অংশগ্রহণের মধ্য দিয়ে শান্তি-শৃঙ্খলা বজায় রেখে একটি নিরাপদ ভোট অনুষ্ঠানে কমিশনের প্রতি অনুরোধ করে আওয়ামী লীগের প্রতিনিধি দল।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আক্তারুজ্জামান বলেন, আগের থেকে পরিস্থিতির উন্নতি হয়েছে বলেই নির্বাচন হচ্ছে।
নির্বাচনের দিন ও পরবর্তী সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন স্বাভাবিক থাকে সে বিষয়ে নজরদারি বাড়াতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানাচ্ছি।
নির্বাচনক পরিচালনার দায়িত্বে ও সরকারে থেকেও আওয়ামী লীগ বেশি ক্ষতিগ্রস্ত ও সহিংসতার শিকার হয়ে বলেও দাবি করেন আওয়ামী লীগের এই নেতা।
নির্বাচন পরবর্তী সময়ে সংঘাত ও সহিংসতার বিষয়টি মাথায় রেখে প্রস্তুতি নিতে কমিশনের প্রতি অনুরোধ করে প্রতিনিধি দল।
পাশাপাশি যে কোন পরিস্থিতি মোকাবেলায় ও প্রতিরোধের মানসিকতা নিয়ে আওয়ামী লীগ প্রস্তুত আছে বলেও ব্রিফিংয়ে জানানো হয়।
ব্রিফিংয়ে আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট নজিবুল্লাহ হিরু, শাহাবুদ্দিন ফরায়জী, গিয়াসউদ্দিন সরকার পলাশ, জাফরুল শাহরিয়ার জুয়েল, নির্বাচন সমন্বয় কমিটির সদস্য কুমার দেবুল দে ও মোস্তাফিজুর রহমান বাবলা।
এই পাতার আরও খবর
এই মুহুর্তে পড়া হচ্ছে
গুজবে কান দিয়ে রংপুরের যে যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে সেই শহিদুন্নবী জুয়েল আদতে ধর্মভিরু... আরও পড়ুন
নভেম্বরের শুরুতেই নয়া প্রেসিডেন্ট পেতে মার্কিন যুক্তরাষ্ট্রে ডাকযোগে আগাম ভোট শুরু হয়েছে চলতি মাসে। এরই... আরও পড়ুন
হাজী সেলিমপুত্র ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বহিস্কৃত কাউন্সিলর ইরফান সেলিম এবং তার দেহরক্ষী মোহাম্মদ... আরও পড়ুন
টানা দশ ঘণ্টা রাশিয়ার রাজধানী মস্কোতে বসে আলোচনার পর আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে সাময়িক যুদ্ধবিরতির... আরও পড়ুন
হঠাৎ করে ধর্ষণ বেড়ে যাওয়ায় সামাজিক মাধ্যমগুলোতে উদ্বিগ্ন আমজনতা। চলছে আন্দোলনও। দাবি উঠছে সর্বোচ্চ শাস্তি... আরও পড়ুন
প্রায় চার মাস বাদে পদ্মা সেতুর ৩২তম স্প্যান স্থাপনের মধ্য দিয়ে প্রায় ৫ কিলোমিটার দৃশ্যমান... আরও পড়ুন
উত্তর কোরিয়ার ক্ষমতাসীন ওয়ার্কাস পার্টির ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে একটি নতুন আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) উন্মোচন করেছে... আরও পড়ুন
সৌদি আরবের দক্ষিণাঞ্চলে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের পাঠানো একটি বিস্ফোরক ভর্তি ড্রোন ধ্বংস করেছে সৌদি এয়ার... আরও পড়ুন
করোনা আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আসন্ন সাধারণ নির্বাচনের আগে দেশটির ঐতিহ্য অনুযায়ী নির্বাচনী বিতর্ক... আরও পড়ুন
পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে চার শিশুকে গ্রেফতার করেছে পুলিশ। বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের... আরও পড়ুন
মন্তব্য করুন