
রিডার::ঢাকা
‘প্রতিটি ডিভোর্সে সন্তানরা ক্ষতিগ্রস্থ হয় এবং তাদের সবাইর অনুভূতি একই রকম’ বলে মন্তব্য করেছেন হাইকোর্ট।
আদালত বলেছেন, ‘হয়তো এ দুটি বাচ্চা আজকে আমাদের সাথে অনুভূতি প্রকাশ করার সুযোগ পেয়েছে। সারা দেশের ডিভোর্স দম্পতির সব বাচ্চারই অনুভূতি এক। তারা সেটা প্রকাশ করতে পারেনা। এ বাবা মা শুনতে পেলেও অন্য বাচ্চাদের অনুভূতি কানে পৌঁচ্ছাছে না। ধ্রুব ও লুব্ধ যে অনুভূতি প্রকাশ করেছে তা এই সমাজের প্রতি একটি বার্তা।
ডিভোর্সী এক দম্পতিকে উদ্দেশ্য করে আজ বুধবার এমন মন্তব্য করেছেন হাইকোর্টের বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত বেঞ্চ।
আদালত বলেন — আপনারা হলেন উচ্চ শিক্ষত,আপনারাই হতে পারেন সমাজের উদাহরণ। নিশ্চয়ই বুঝতে পেরেছেন মানুষের কাছে কি বার্তা গেছে? আপনাদের দিকে তাকিয়ে আছে সবাই। আপনাদের একটি সিদ্ধান্ত সমাজের প্রতি উদাহরণ হয়ে থাকবে।
এর আগে গত ২৫ জুন ধ্রুব, লুব্ধ ও তাদের ডিভোর্সী বাবা-মায়ের উপস্থিতিতে হাইকোর্টে এক হৃদয় বিদারক পরিবেশের সৃষ্টি হয়। দুই শিশুর অনুতর্’তি ও বাবা-মাকে জড়িয়ে হাউমাউ করে কান্না শুনে আদালতে উপস্থিত বিচারপতি, আইনজীবী, গণমাধ্যমকর্মীসহ সবাই কান্না করে ফেলেন।
এক পর্যায়ে আদালতের জিজ্ঞাসার জবাবে বড় ছেলে ধ্রুব বলেন-‘আমরা আর কিছু চাই না। বাবা-মাকে একত্রে দেখতে চাই। এক সাথে না হতে পারলে বাবা-মা হয়েছে কেনো? একসঙ্গে না হতে পারলে আমরা কারও কাছেই যাবো না।’
বড় ছেলের এমন বক্তব্যের পর বাবা-মাকে নিয়ে খাস কামরায় কথা বলেন আদালত। পরে আদেশে আদালত বলেন, আগামী ৪ জুলাই পর্যন্ত শিশু সন্তান দুটি মায়ের হেফাজতে থাকবে।
তবে এই সময়ে পিতা শিশু দুটির দেখাশোনা করার অবারিত সুযোগ পাবেন। আগামী ৪ জুলাই পরবর্তী দিন ঠিক করে শিশু দুটিসহ তার বাবা-মাকে হাজির হওয়ার নির্দেশ দিয়ে শুনানি মুলতবি করেন।
আজ সবাই হাজির হলে আদালত বলেন, পরিস্থিতির কি কোনো উন্নতি হয়েছে?
তখন শিশু দুটির বাবার পক্ষের আইনজীবী তাপস কান্তি বলেন,‘ হ্যাঁ, কিছুটা উন্নতি হয়েছে। মা ছুটি নিয়ে বাচ্চাদের নিয়ে ঘুরেছে। বাবাও বাচ্চাদের সময় দিয়েছে। কিন্তু এর মধ্যে একটি সমস্যাও দেখা দিয়েছে।’
ছোট বাচ্চাটির তার বাবাকে মায়ের বাসায় রাতে থেকে যাওয়ার আবদার জানালে বাবা রাজি হলেও মা রাজি হননি। রাত একটায় বৃষ্টির মধ্যে বাবাকে বের হয়ে যেতে হয়েছে।
তিনি আরও বলেন, পারিবারিক সমস্যার কারণে ব্যাংকে অভিযোগ দেওয়ার কারণে ২০১৬ সালে ডিসেম্বরে বাবার চাকরি চলে যায়।
পারিবারিক এই বিষয়টি স্মরণ করে দিয়ে এই সময় আদালত বলেন, এই ঘটনায় মিডিয়ায় কিভাবে গিয়েছে দেখেছেন? জনমত সেটাকে কিভাবে দেখেছেন। এটা একটি স্পর্শকাতর বিষয় হয়ে দাঁড়িয়েছে।
তখন তাপস কান্তি বলেন, বাবা শিশুদের কাছে সারেন্ডার করেছে। বাচ্চারা যেভোবে চাইবেন বাবা সেভাবে করবেন।
আদালত বলেন, এটাকে কি পরিস্থিতির উন্নতি মনে করেন?
— তাপস কান্তি বলেন, কিছু তো উন্নতি হয়েছে। পরে মায়ের পক্ষের আইনজীবী রুহুল কুদ্দুস কাজল বলেন, এটা পুরোপুরি পারিবারিক ইস্যু। সুতরাং দুই জনের মধ্যেই সম্পর্কের উন্নয়নের জন্য আরো সময় লাগবে। তখন আদালত বলেন, ঠিক। এটাতো রাতারাতি উন্নতি হবে না।
রুহুল কুদ্দুস বলেন, বাচ্চা দুটি ইতিমধ্যে ঢাকায় স্কুলে ভর্তি হয়েছে। বাচ্চারা খুশি প্রতিদিন মা স্কুলে আনা নেওয়া করছেন।
এ সময় আদালত বলেন, ঠিক আছে। ক
Edit Post ‹ BanglaReader — WordPress
এই মুহুর্তে পড়া হচ্ছে
গুজবে কান দিয়ে রংপুরের যে যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে সেই শহিদুন্নবী জুয়েল আদতে ধর্মভিরু... আরও পড়ুন
নভেম্বরের শুরুতেই নয়া প্রেসিডেন্ট পেতে মার্কিন যুক্তরাষ্ট্রে ডাকযোগে আগাম ভোট শুরু হয়েছে চলতি মাসে। এরই... আরও পড়ুন
হাজী সেলিমপুত্র ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বহিস্কৃত কাউন্সিলর ইরফান সেলিম এবং তার দেহরক্ষী মোহাম্মদ... আরও পড়ুন
টানা দশ ঘণ্টা রাশিয়ার রাজধানী মস্কোতে বসে আলোচনার পর আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে সাময়িক যুদ্ধবিরতির... আরও পড়ুন
হঠাৎ করে ধর্ষণ বেড়ে যাওয়ায় সামাজিক মাধ্যমগুলোতে উদ্বিগ্ন আমজনতা। চলছে আন্দোলনও। দাবি উঠছে সর্বোচ্চ শাস্তি... আরও পড়ুন
প্রায় চার মাস বাদে পদ্মা সেতুর ৩২তম স্প্যান স্থাপনের মধ্য দিয়ে প্রায় ৫ কিলোমিটার দৃশ্যমান... আরও পড়ুন
উত্তর কোরিয়ার ক্ষমতাসীন ওয়ার্কাস পার্টির ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে একটি নতুন আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) উন্মোচন করেছে... আরও পড়ুন
সৌদি আরবের দক্ষিণাঞ্চলে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের পাঠানো একটি বিস্ফোরক ভর্তি ড্রোন ধ্বংস করেছে সৌদি এয়ার... আরও পড়ুন
করোনা আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আসন্ন সাধারণ নির্বাচনের আগে দেশটির ঐতিহ্য অনুযায়ী নির্বাচনী বিতর্ক... আরও পড়ুন
পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে চার শিশুকে গ্রেফতার করেছে পুলিশ। বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের... আরও পড়ুন
মন্তব্য করুন