
রিডার::মস্কো
একটি ম্যাচ এরপর চার বছরের অপেক্ষা। সেই ম্যাচটি ঠিক করে দেবে আগামী চার বছর কোন দল বিশ্বচ্যাম্পিয়নের মুকুট পরে থাকবে। এ সময়ের মধ্যে যাই ঘটুক চার বছরের জন্য অন্তত কেউ আর তাদের কাছ ছিনিয়ে নিতে পারবে বিশ্ব সেরার এই শিরোপা।
এই শিরোপার জন্য লড়াই হয়েছে তুমুল। বাছাই পর্ব পেরিয়ে অনেককে বাদ দিয়ে শুরু হয়েছে মূল বিশ্বকাপ। কিন্তু মূল পর্বেও অনেক রোমাঞ্চকর ঘটনা ঘটার পর অবশেষে টিকে রয়েছে দুটি দল।
সেই দুটি দল হচ্ছে ফ্রান্স ও ক্রোয়েশিয়া। যারা বিশ্বসেরা হওয়ার জন্য লড়বে। আজ রাতে মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে অনুষ্টিত হবে এ ম্যাচ।
এ ম্যাচের আগে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। কোন দলই চাইবে না হার মানতে। এ যেমন শিষ্যদের ইতোমধ্যে বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম। তিনি বলেন, ‘এরকম ম্যাচ খেলা যেকারো জন্য আনন্দের। সেই সঙ্গে গর্বেরও। একজন পেশাদার ফুটবলারের জন্য বিশ্বকাপ ফাইনালের বড় আর কোন ম্যাচ হতে পারে না। আমি দলকে সেরা উপায়ে প্রস্তুত করার চেষ্টা করেছি। আমরা শান্ত, আত্মবিশ্বাসী ও মনোযোগের সাথে নিজের কাজ করার চেষ্টা করছি। আমি তাদের বলেছি এই নির্দেশনা মেনে চলতে।’
তিনি আরো বলেন, ‘ইউরোর পর আমি ১৪ জনকে দলে এনেছি। যাদের অভিজ্ঞতা কম থাকতে পারে কিন্তু মানে মোটেই কম নয়।’
পাশাপাশি দলের অধিনায়ক ও গোলরক্ষক হুগো লরিসও বলেছেন, তারা এখন বেশ শান্ত আছি। তিনি বলেন, ‘আমরা আমাদের ছোট গ-ির মধ্যে আছি। ফ্রান্সের খবর আমরা ঠিক জানি না। জিততে হলে এখন আমাদের ঐক্যবদ্ধ হয়ে খেলতে হবে।’
অন্যদিকে ক্রোয়েশিয়াও চাইছে আত্মবিশ্বাসী থেকে এগিয়ে যেতে। দলে চোট শঙ্কার কথা শোনা গেলেও সেসব উড়িয়ে দিয়েছেন দলের কোচ জøাটকো ডালিচ, ‘আজ বিশ্বকাপ ফাইনাল। এর মানে কি হতে পারে খেলোয়াড়রা জানে। খেলোয়াড়রা ফিট না হলে আমাকে জানিয়ে দেয়। আমি আশা করব এবারও তাই ঘটবে।’
এদিকে এ দু দলের লড়াই দেখার জন্য এখন প্রস্তুত গোটা বিশ্ব। আজই যার ফল নির্ধারিত হবে। চার বছরের জন্য যেকোন একটি দল বিশ্ব সেরার মুকুট পরবে।
এই মুহুর্তে পড়া হচ্ছে
গুজবে কান দিয়ে রংপুরের যে যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে সেই শহিদুন্নবী জুয়েল আদতে ধর্মভিরু... আরও পড়ুন
নভেম্বরের শুরুতেই নয়া প্রেসিডেন্ট পেতে মার্কিন যুক্তরাষ্ট্রে ডাকযোগে আগাম ভোট শুরু হয়েছে চলতি মাসে। এরই... আরও পড়ুন
হাজী সেলিমপুত্র ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বহিস্কৃত কাউন্সিলর ইরফান সেলিম এবং তার দেহরক্ষী মোহাম্মদ... আরও পড়ুন
টানা দশ ঘণ্টা রাশিয়ার রাজধানী মস্কোতে বসে আলোচনার পর আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে সাময়িক যুদ্ধবিরতির... আরও পড়ুন
হঠাৎ করে ধর্ষণ বেড়ে যাওয়ায় সামাজিক মাধ্যমগুলোতে উদ্বিগ্ন আমজনতা। চলছে আন্দোলনও। দাবি উঠছে সর্বোচ্চ শাস্তি... আরও পড়ুন
প্রায় চার মাস বাদে পদ্মা সেতুর ৩২তম স্প্যান স্থাপনের মধ্য দিয়ে প্রায় ৫ কিলোমিটার দৃশ্যমান... আরও পড়ুন
উত্তর কোরিয়ার ক্ষমতাসীন ওয়ার্কাস পার্টির ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে একটি নতুন আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) উন্মোচন করেছে... আরও পড়ুন
সৌদি আরবের দক্ষিণাঞ্চলে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের পাঠানো একটি বিস্ফোরক ভর্তি ড্রোন ধ্বংস করেছে সৌদি এয়ার... আরও পড়ুন
করোনা আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আসন্ন সাধারণ নির্বাচনের আগে দেশটির ঐতিহ্য অনুযায়ী নির্বাচনী বিতর্ক... আরও পড়ুন
পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে চার শিশুকে গ্রেফতার করেছে পুলিশ। বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের... আরও পড়ুন
মন্তব্য করুন