
বাংলাদেশের রাইড শেয়ারিং অ্যাপ পাঠাও সহপ্রতিষ্ঠাতা ফাহিম সালেহ হত্যাকান্ডে গ্রেপ্তার হওয়া টেরাস হাসপিলকে শুনানির জন্য আগামীকাল সোমবার ম্যানহ্যাটন আদালতে হাজির করা হচ্ছে।
করোনা ভাইরাসের সংক্রমণ মোকাবিলায় সশরীরে সম্ভব না হলে ভার্চুয়ালে তার উপস্থিতির মধ্য দিয়ে মামলাটির পরবর্তী কার্যক্রম সম্পর্কে সিদ্ধান্ত জানাবেন আদালত।
তথ্য-প্রযুক্তি জগতে তরুণ বয়সেই ব্যাপক খ্যাতি অর্জনকারি বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান ফাহিম সালেহকে গত ১৩ জুলাই দুপুরে ম্যানহাটানে নিজ এপার্টমেন্টে হত্যা করা হয়। পরদিন অপরাহ্নে ফাহিমের লাশ করাত দিয়ে কয়েক টুকরা করার পর পলিথিনের ব্যাগে ভরা হয়েছিল। ময়নাতদন্তকারীরা আদালতকে অবহিত করেছেন, ফাহিমের ঘাড়ে, গলায় বেশ কয়েকটি ছুরিকাঘাত ছাড়াও বাম হাতে জখম ছিল।
তদন্ত কর্মকর্তারা বিলাসবহুল ওই এপার্টমেন্ট ভবনের সিসিটিভি ফুটেজের উদ্ধৃতি দিয়ে বলেছেন, ফাহিমের বিশেষ সহকারি টাইরেস হ্যাসপিল ১৩ জুলাই ফাহিমের সাথে কথা বলতে বলতে সপ্তম তলায় এপার্টমেন্টের ভেতরে পর্যন্ত ঢুকেই ফাহিমকে নৃশংসভাবে হত্যা করেন। এরপর ফাহিমের ক্রেডিট কার্ডে করাতসহ বিভিন্ন সামগ্রী ক্রয় করা হয় ফাহিমের লাশ গুম করার মতলবে।
এ কাজে ম্যানহাটানে লোয়ার ইস্ট সাইডে হিউস্টন স্টিটে অবস্থিত ওইএপার্টমেন্ট ভবন থেকে স্টোরে যাতায়াতের জন্যে ব্যবহৃত ট্যাক্সির ভাড়াও পরিশোধ করা হয় ফাহিমের ক্রেডিট কার্ডেই। এভাবেই হ্যাসপিলের হদিস উদঘাটন করতে সক্ষম হয় নিউইয়র্কের পুলিশ
গত ১৭ জুলাই হ্যাসপিলকে গ্রেফতার করা হয় এপার্টমেন্টটির সন্নিকটে এয়ারবিএনবির বাসা থেকে। সেই বাসার ভাড়াও পরিশোধ করা হয় ফাহিমের ক্রেডিট কার্ডে।
ব্যক্তিগত সহকারি হিসেবে এই সুযোগ পেয়েছিল হ্যাসপিল। গ্রেফতারের পর আদালতে ভার্চুয়ালে হ্যাসপিলকে উপস্থাপনের পর জামিনহীন আটকাদেশ দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়। সে সময় হ্যাসপিল নিজেকে নির্দোষ দাবি করেন।
হ্যাসপিলের আইনজীবীরা প্রচ্ছন্নভাবে হুমকি দিয়ে বলেছেন, এটি জটিল একটি মামলা। এজন্যে অনেক কঠিন পথ পেরুতে হবে। তাই প্রাথমিক দৃষ্টিতেই হ্যাসপিলকে দোষী ভাবা সমীচীন হবে না।
হ্যাসপিলের গার্লফ্রেন্ড ম্যারিন (২২) বলেছেন, পুলিশ যে অভিযোগ উত্থাপন করেছে, তা আমি বিশ্বাস করতে চাই না। কারণ, আমি তাকে খুব ভালো করেই জানি।
ইউরোপ থেকে স্টুডেন্ট ভিসায় নিউইয়র্কে এসেছেন ম্যারিন। দু’বছর যাবত হ্যাসপিলের সাথেই থাকতেন। হ্যাসপিলকে গ্রেফতারের পর তিনি নিজ দেশে ফিরে গেছেন। এর আগে তদন্ত কর্মকর্তারা তাকেও জিজ্ঞাসাবাদ করেছেন। তবে তাকে ওই বর্বরোচিত হত্যাকাণ্ডে জড়িত বলে পুলিশ মনে করেনি।
দুদিন আগে ফাহিমের বড় বোন রুবি এঞ্জেলা বলেছেন, আমি আমার ভাইয়ের হত্যাকাণ্ডের বিচার চাই। সকলের দোয়া চাই যেন ফাহিমের আত্মা শান্তিতে থাকে।
এই মুহুর্তে পড়া হচ্ছে
গুজবে কান দিয়ে রংপুরের যে যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে সেই শহিদুন্নবী জুয়েল আদতে ধর্মভিরু... আরও পড়ুন
নভেম্বরের শুরুতেই নয়া প্রেসিডেন্ট পেতে মার্কিন যুক্তরাষ্ট্রে ডাকযোগে আগাম ভোট শুরু হয়েছে চলতি মাসে। এরই... আরও পড়ুন
হাজী সেলিমপুত্র ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বহিস্কৃত কাউন্সিলর ইরফান সেলিম এবং তার দেহরক্ষী মোহাম্মদ... আরও পড়ুন
টানা দশ ঘণ্টা রাশিয়ার রাজধানী মস্কোতে বসে আলোচনার পর আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে সাময়িক যুদ্ধবিরতির... আরও পড়ুন
হঠাৎ করে ধর্ষণ বেড়ে যাওয়ায় সামাজিক মাধ্যমগুলোতে উদ্বিগ্ন আমজনতা। চলছে আন্দোলনও। দাবি উঠছে সর্বোচ্চ শাস্তি... আরও পড়ুন
প্রায় চার মাস বাদে পদ্মা সেতুর ৩২তম স্প্যান স্থাপনের মধ্য দিয়ে প্রায় ৫ কিলোমিটার দৃশ্যমান... আরও পড়ুন
উত্তর কোরিয়ার ক্ষমতাসীন ওয়ার্কাস পার্টির ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে একটি নতুন আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) উন্মোচন করেছে... আরও পড়ুন
সৌদি আরবের দক্ষিণাঞ্চলে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের পাঠানো একটি বিস্ফোরক ভর্তি ড্রোন ধ্বংস করেছে সৌদি এয়ার... আরও পড়ুন
করোনা আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আসন্ন সাধারণ নির্বাচনের আগে দেশটির ঐতিহ্য অনুযায়ী নির্বাচনী বিতর্ক... আরও পড়ুন
পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে চার শিশুকে গ্রেফতার করেছে পুলিশ। বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের... আরও পড়ুন
মন্তব্য করুন