
রাইড শেয়ারিং অ্যাপ পাঠাওয়ের সহপ্রতিষ্ঠাতা ফাহিম সালেহ হত্যাকান্ডের ঘটনায় গ্রেপ্তারকৃত টেরাস ডেঁভো হাসপিলকে নিয়ে নতুন তথ্য সামনে এসেছে।
ফাহিমের ব্যক্তিগত সহকারী হাসপিলের শৈশব ও কৈশোর আত্মীয়দের বাড়ি ও আশ্রয়কেন্দ্রের মধ্যে অতিবাহিত হয়েছিল।
হাসপিলের এক আত্মীয় সম্প্রতি নিউইয়র্ক ডেইলি নিউজকে জানান– সংকট ও সমস্যাই ছিল হাসপিলের জীবনের নিত্যসঙ্গি।ছোট থাকতেই তার মায়ের মানসিক সমস্যা দেখা দেওয়ায় মানসিক স্বাস্থ্য কেন্দ্রে পাঠানো হয়।
যদিও এই হত্যাকান্ড নিয়ে এখনও পর্যন্ত টু-শব্দটি মুখ থেকে বের করেন নি হাসপিল।
৫২ বছর বয়স্কা হাসপিলে সেই আত্মীয় মারজোরি সাইন জানান, হাসপিল বরাবরই শান্ত প্রকৃতির।তাকে কখনও সহিংসতার সঙ্গে জড়াতে দেখেননি তিনি।হাসপিলের সেই আত্মীয়ের ধারণা, পুলিশের হিসাবে কোন একটা ভুল হচ্ছে।
তিনি বলেন, হাসপিল যখন ছোট তখন তার মায়ের মানসিক সমস্যার শুরু হলে তাকে মানসিক স্বাস্থ্য কেন্দ্রে পাঠানো হয়।সেই সময়টায় ভ্যালি স্ট্রিম এলাকায় নানির কাছেই হাসপিল থাকতেন। ১২ বছর বয়সে নানিও মারা গেলে খালা মারজোরি সাইনের কাছে আশ্রয় নেন ছেলেটি।
এক পর্যায় বেশ অবাধ্য হয়ে পড়লে তাকে ১৭ বছর বয়সে এক পরিবারের কাছে পালক দিয়ে দেন তিনি।

ফাহিম সালেহ
বিষয়টি পোক্ত করতে আদালতেও গেছিলেন মারজোরি। জানিয়েছিলেন হাসপিলকে আর পালতে পারছেন না।সেই সময়ই ছেলেটার সঙ্গে তার দেখা হয়েছে।পরের বছর হাসপিলের বাবা মারা গেলে সেখানে তাদের শেষ দেখা হয়। গত তিন বছর হাসপিল আর তার মুখদর্শন করেননি।
গো-কাডার সিইও ফাহিম হত্যাকাণ্ডের পর এবং গ্রেপ্তার হওয়ার আগ পর্যন্ত হাসপিলকে নিজের মতোই চলাফেরা করতে দেখা গেছে। গ্রেপ্তার হওয়ার আগেও তিনি পার্টি বেলুন কিনেছেন। সঙ্গে তার বান্ধবীকেও দেখা গেছে। তাঁকে আটকের পর নিউইয়র্ক পুলিশের একজন কর্মকর্তা মন্তব্য করেছেন, এই হাসপিল আসলে আমেরিকার ‘নয়া পাগলা’।
সিসি টিভির ফুটেজ অনুযায়ী, গত ১৩ জুলাই বেলা ১টা ৪০ মিনিটে ফাহিম যখন লিফটে ওঠেন, তখন এক যুবক তাঁর পিছু নিয়ে দ্রুত লিফটের ভেতর ঢুকে পড়েন। তার পরনে ছিল কালো নিনজা পোশাক। মুখেও মাস্ক।
তদন্তকারীরা বলছেন, ওই ব্যক্তিই হাসপিল। তাঁর সঙ্গে থাকা ব্যাগে ইলেকট্রিক করাত ছিল বলে তাঁদের ধারণা। লিফটের ভেতরের সিসিটিভি ক্যামেরা ফুটেজে দেখা যাচ্ছে, ফাহিম ওই ব্যক্তিকে কিছু জিজ্ঞাসা করছেন।
এরপর কিছু কথা বিনিময় হতে দেখা গেছে দুজনের মধ্যে। পর মুহূর্তে ফাহিমকে কিংকর্তব্যবিমূঢ় দেখাচ্ছিল। ফাহিম লিফট থেকে ঘরের ভেতরে পা রাখতেই মাস্ক পরিহিত ওই ব্যক্তি ফাহিমকে আক্রমণ করেন
তখন টেজার দিয়ে পেছন থেকে আঘাতের পর ফাহিম লিফট থেকে বের হতেই সামনের দিকে পড়ে যান। এরপর লিফটের দরজা বন্ধ হয়ে যাওয়ায় সিসিটিভির ফুটেজ আর রেকর্ড হয়নি। তদন্তকারীরা মনে করেন, এরপরই হাসপিল ছুরিকাঘাত করে ফাহিমকে হত্যা করেন।
পরে হাসপিল কার সার্ভিস ডেকে হোম ডিপোয় চলে যান। কার সার্ভিসের সেই পেমেন্ট তিনি পরিশোধ করেছেন ফাহিমের ক্রেডিট কার্ড ব্যবহার করে। হোম ডিপো থেকে কিছু পরিস্কারের তৈজসপত্রও কেনেন হ্যাসপিল।
ফাহিমের অ্যাপার্টমেন্ট ভবনের লিফটের সিসিটিভি ক্যামেরায় দেখা যায়, ১৪ জুলাই দুপুরে ফাহিমের অ্যার্পাটমেন্টে আবার ফিরে আসেন হাসপিল। সঙ্গে ছিল রিচার্জেবল ভ্যাকুম।
পুলিশ বলছে, ভ্যাকুমটি হত্যার সব আলামত মুছে ফেলার চেষ্টায় ব্যবহার করা হয়েছিল।
পুলিশের ধারণা, ১৪ জুলাই দুপুরে ইলেকট্রিক করাত ব্যবহার করে ফাহিমের দেহ খণ্ড খণ্ড করেন হাসপিল। এ সময় ফাহিমের খোঁজ না পেয়ে তার বোন সেই অ্যাপার্টমেন্টে হাজির হয়ে দরজা বেল বাজান। পরে তিনি পুলিশকে ‘ওয়েলফেয়ার চেকের’ (নিকটাত্মীয় বা প্রতিবেশীর অপমৃত্যু হয়েছে এ রকম আশঙ্কায় পুলিশের সহায়তা চাওয়া) অনুরোধ জানান। তবে পুলিশ আসার আগেই ভবনের পেছনের সিঁড়ি দিয়ে হাসপিল পালিয়ে যান। সিসি টিভি ফুটেজে সেটিও দেখেছেন পুলিশ।
এখন পর্যন্ত ঘটনার বিবরণে এমন তথ্যই জানা গেছে পুলিশের পক্ষ থেকে। ক্রেডিট কার্ডের লেনদেনের সূত্র ধরেই গত ১৭ জুলাই প্রায় এক মাইল দূরের একটি অ্যাপার্টমেন্ট থেকে হাসপিলকে গ্রেপ্তার করা হয়। আদালত জামিন না দিয়ে তাকে কারাগারে পাঠিয়েছে।
এই পাতার আরও খবর
এই মুহুর্তে পড়া হচ্ছে
গুজবে কান দিয়ে রংপুরের যে যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে সেই শহিদুন্নবী জুয়েল আদতে ধর্মভিরু... আরও পড়ুন
নভেম্বরের শুরুতেই নয়া প্রেসিডেন্ট পেতে মার্কিন যুক্তরাষ্ট্রে ডাকযোগে আগাম ভোট শুরু হয়েছে চলতি মাসে। এরই... আরও পড়ুন
হাজী সেলিমপুত্র ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বহিস্কৃত কাউন্সিলর ইরফান সেলিম এবং তার দেহরক্ষী মোহাম্মদ... আরও পড়ুন
টানা দশ ঘণ্টা রাশিয়ার রাজধানী মস্কোতে বসে আলোচনার পর আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে সাময়িক যুদ্ধবিরতির... আরও পড়ুন
হঠাৎ করে ধর্ষণ বেড়ে যাওয়ায় সামাজিক মাধ্যমগুলোতে উদ্বিগ্ন আমজনতা। চলছে আন্দোলনও। দাবি উঠছে সর্বোচ্চ শাস্তি... আরও পড়ুন
প্রায় চার মাস বাদে পদ্মা সেতুর ৩২তম স্প্যান স্থাপনের মধ্য দিয়ে প্রায় ৫ কিলোমিটার দৃশ্যমান... আরও পড়ুন
উত্তর কোরিয়ার ক্ষমতাসীন ওয়ার্কাস পার্টির ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে একটি নতুন আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) উন্মোচন করেছে... আরও পড়ুন
সৌদি আরবের দক্ষিণাঞ্চলে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের পাঠানো একটি বিস্ফোরক ভর্তি ড্রোন ধ্বংস করেছে সৌদি এয়ার... আরও পড়ুন
করোনা আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আসন্ন সাধারণ নির্বাচনের আগে দেশটির ঐতিহ্য অনুযায়ী নির্বাচনী বিতর্ক... আরও পড়ুন
পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে চার শিশুকে গ্রেফতার করেছে পুলিশ। বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের... আরও পড়ুন
মন্তব্য করুন