
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন জানুয়ারি মাসের শেষ সপ্তাহে আয়োজনের সিদ্ধান্ত রয়েছে কমিশনের। আগামি সপ্তাহে এ নির্বাচনের তফসিলের বিষয়ে সিদ্ধান্ত হবে। গতকাল বুধবার নির্বাচন ভবনে অনুষ্ঠিত কমিশন সভা শেষে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো: আলমগীর হোসেন এ তথ্য জানান।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সভাপতিত্বে কমিশন সভা অনুষ্ঠিত হয়। সভায় গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ (আরপিও) এর সংশোধনী ও সংসদীয় আসনের সীমানা নির্ধারণ আইন ২০১৯ সংশোধনীর খসড়া চূড়ান্তকরণ, নির্বাচন প্রশিক্ষণ বাজেটের প্রমিতকরণ নীতিমালা, একাদশ সংসদ নির্বাচনের প্রতিবেদন প্রকাশ এবং নির্বাচন কমিশনের কার্যক্রমের ওপর প্রামান্য চিত্র প্রকাশের বিষয় নিয়ে আলোচনা হয়।
বৈঠকে সীমানা নির্ধারণ আইনরে খসড়া চূড়ান্ত হলেও আরপিওর বিষয়টি চূড়ান্ত হয়নি। বৈঠকে ঢাকা সিটি করপোরেশন নির্বাচন নিয়ে কোন আলোচনা হয়নি বলে ইসি সচিব জানান। তবে, তিনি এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন। আগামী সপ্তাহে কমিশন সভায় এই নির্বাচনের বিষয়টি চূড়ান্ত হবে বলে তিনি উল্লেখ করেন।
সচিব বলেন, জানুয়ারি মাসের শেষ সপ্তাহে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরশেন নির্বাচন হবে। তবে, কত তারিখে ভোট হবে এ বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত হয়নি। আগামী সপ্তাহে কমিশনের সভা হবে। ওই সভায় এ বিষয়ে সিদ্ধান্ত হবে। ওই সময় ভোটের তারিখ ও তফসিলের বিষয়টি জানা যাবে।
তিনি জানান, ইভিএমে ভোট হতে হলে ভোটার সংখ্যা, ভোটকক্ষ সংখ্যা বিবেচনায় নিতে হবে। কতখানি প্রস্তুতি, জনবল লাগবে-এসব বিবেচনায় নিয়ে কাজ করতে হবে।
নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের পরে কারা প্রার্থী, ব্যালটে তা চূড়ান্ত হয়। সুতরাং প্রতিদ্বন্দ্বি প্রার্থী অনুযায়ী ইভিএম কাস্টমাইজ করতে হবে, সে সময় টা হাতে রেখে ভোটের তারিখ করতে হবে।
সব অগ্রগতি নিয়ে ডেটটা ঠিক করতে হবে। সেজন্য কমিশন সময় নিচ্ছে; আগামী সপ্তাহে কমিশন সভায় চূড়ান্ত জানতে পারবেন। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির নির্বাচন উপলক্ষ্যে প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের শিক্ষকদের তালিকা চেয়েছে ইসি। মাঠ কর্মকর্তাদের কাছে পাঠানো চিঠিতে বলা হয়, উত্তর ও দক্ষিণের নির্বাচনে ইভিএমের মাধ্যমে ভোটের সিদ্ধান্ত হয়।
ইসি কর্মকর্তারা জানান, জানুয়ারির মধ্যে ভোট করতে হলে ১৯ ডিসেম্বরের মধ্যে তফসিল ঘোষণা করতে হবে। সেক্ষেত্রে তফসিল নিয়ে আরেকটা কমিশন সভা হতে পারে। আর মার্চে ভোট করতে হলে ফেব্রুয়ারিতেই তফসিল হবে।
সীমানা নির্ধারণ আইনে কোন ধরনের পরিবর্তন বা পরিমার্জন আসছে সেই বিষয় ইসি সচিব কিছু জানাননি। তিনি বলেন, বিদ্যমান আইনটির কিছু সংযোজন বিয়োজন হয়েছে।
জনসংখ্যা, ভোটার, আয়তন, যোগাযোগ ব্যবস্থা বিবেচনা করে আইনের সংশোধনীর খসড়া চূড়ান্ত করা হয়েছে। কী কী পরিবর্তন এসেছে সেটা না থেকে বলতে গেলে ভুলবার্তা যাবে। তবে, বলা যায় বর্তমান আইনে ৯০ শতাংশ ঠিক রেখে ১০ শতাংশের মুলত পরিবর্তন এসেছে। আর আইনটিকে বাংলায় অনুবাদ করা হয়েছে। এখন ভেটিংয়ের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে।
এই পাতার আরও খবর
এই মুহুর্তে পড়া হচ্ছে
গুজবে কান দিয়ে রংপুরের যে যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে সেই শহিদুন্নবী জুয়েল আদতে ধর্মভিরু... আরও পড়ুন
নভেম্বরের শুরুতেই নয়া প্রেসিডেন্ট পেতে মার্কিন যুক্তরাষ্ট্রে ডাকযোগে আগাম ভোট শুরু হয়েছে চলতি মাসে। এরই... আরও পড়ুন
হাজী সেলিমপুত্র ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বহিস্কৃত কাউন্সিলর ইরফান সেলিম এবং তার দেহরক্ষী মোহাম্মদ... আরও পড়ুন
টানা দশ ঘণ্টা রাশিয়ার রাজধানী মস্কোতে বসে আলোচনার পর আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে সাময়িক যুদ্ধবিরতির... আরও পড়ুন
হঠাৎ করে ধর্ষণ বেড়ে যাওয়ায় সামাজিক মাধ্যমগুলোতে উদ্বিগ্ন আমজনতা। চলছে আন্দোলনও। দাবি উঠছে সর্বোচ্চ শাস্তি... আরও পড়ুন
প্রায় চার মাস বাদে পদ্মা সেতুর ৩২তম স্প্যান স্থাপনের মধ্য দিয়ে প্রায় ৫ কিলোমিটার দৃশ্যমান... আরও পড়ুন
উত্তর কোরিয়ার ক্ষমতাসীন ওয়ার্কাস পার্টির ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে একটি নতুন আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) উন্মোচন করেছে... আরও পড়ুন
সৌদি আরবের দক্ষিণাঞ্চলে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের পাঠানো একটি বিস্ফোরক ভর্তি ড্রোন ধ্বংস করেছে সৌদি এয়ার... আরও পড়ুন
করোনা আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আসন্ন সাধারণ নির্বাচনের আগে দেশটির ঐতিহ্য অনুযায়ী নির্বাচনী বিতর্ক... আরও পড়ুন
পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে চার শিশুকে গ্রেফতার করেছে পুলিশ। বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের... আরও পড়ুন
মন্তব্য করুন