
ভারতের রাজধানীর দিল্লীতে সনু পাঞ্জাবনকে চিনতে না এমন ব্যবসায়ী খুঁজে পাওয়া দায়।পুলিশ কর্মকর্তা থেকে শুরু করে সরকারি উচ্চ পর্যায়ের কর্মকর্তাতের দক্ষিণ দিল্লীর বাড়িতে ছিল আনা-গোনা।
সনু রঙ্গিন জীবন ও গ্রেপ্তার পরবর্তী নাটকীয়তা নিয়ে বি-টাউনে তৈরী হয়েছে ‘ফাকরে’ এবং পরে এর সিক্যুয়েল ‘ফাকরে রিটানর্স’ সিনেমা।
জোরপূর্বক যৌনকর্মী বানানো, মানব পাচার ও মাদক প্রয়োগের অভিযোগে সোনু পাঞ্জাবনকে ২৪ বছরের কারাদণ্ড দিয়েছে দিল্লীর আদালত। সনু পাঞ্জাবনের সাজা ঘোষণার সময় দিল্লি আদালত বলেছেন, মানুষ হিসেবে সম্মান পাওয়ার যোগ্যতা হারিয়েছেন সনু পাঞ্জাবন। সনু কঠোর শাস্তির প্রাপ্য
৩৯ বছর বয়সী সনু আরেক নাম গীতা আরোরা। পূর্ব দিল্লীতে বেড়ে ওঠা এই নারী রাজধানী জুড়ে ভয়ঙ্কর গ্যাংস্টার হিসেবে পরিচিতি পেয়েছিলেন। ধনীদের এলাকা দক্ষিণ দিল্লী তার ব্যবসার প্রাণ কেন্দ্র হলেও ভারতের বেশ কয়েকটি রাজ্যে ছড়িয়ে পড়েছিল সনু ও তার দলবল।
আগেও বেশ কয়কবার পুলিশ তাকে গ্রেপ্তার করে। কিন্তু প্রভাব খাটিয়ে পুলিশের জাল থেকে বেরিয়ে আসতে সক্ষম হন সনু। এই নারী অপরাধীর জীবনও বেশ নাটকীয়। কাগজে-কলমে দু’বার বিয়ে করেছিলেন তিনি।
তবে তার দুই স্বামীই পুলিশের এনকাউন্টারে মারা যান।
তদন্তকারীরা বলছেন, সমাজবিরোধীদের প্রতি রীতিমতো আকৃষ্ট ছিলেন সনু। দক্ষিণ দিল্লির একটি বাড়িতে প্রথম যৌন ব্যবসা শুরু করেন সনু। খুব অল্প সময়ের মধ্যেই তার নাম ছড়িয়ে পড়ে।
মূলত দিল্লীর উচ্চবত্তিরাই ছিলেন সোনুর খদ্দের। সমাজের প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে ওঠাবসা ছিল তার। পুলিশ সে কারণে একাধিকবার গ্রেপ্তার করলেও হাজতে বেশিদিন রাখতে পারেনি। প্রমাণের অভাবে ছাড়া পেয়েছেন সোনু ও তার সঙ্গীরা।
সনুর দুই স্বামীও সমাজবিরোধী কার্যকলাপে যুক্ত ছিলেন বলেই দাবি পুলিশের। সনুর প্রথম স্বামী হেমানু সনু। এনকাউন্টারে মৃত্যুর পর এই গ্যাংস্টারের কাছ থেকেই সনু নামটি গ্রহণ করেছিলেন গীতা অরোরা।
পরবর্তী সময়ে আরেক গ্যাংস্টার শ্রী প্রকাশ শুক্লার ঘনিষ্ঠ সহযোগী বিজয় সিংয়ের প্রেমে পড়েন সনু। ২০০৩ সালে সনু ও বিজয় বিয়ে করেন। কিন্তু দাম্পত্য জীবন বেশি দিন স্থায়ী হয়নি তাদের। বিয়ের কয়েক দিনের মধ্যেই ভারতের উত্তর প্রদেশ পুলিশের এনকাউন্টারে মৃত্যু হয় বিজয়ের।
পরবর্তী সময়ে দীপক নামে একটি ব্যক্তির সঙ্গে প্রেমে জড়ান সোনু। কিন্তু সেই সম্পর্কও স্থায়ী হয়নি। আসামে গুলি করে হত্যা করা হয় দীপককে। তদন্তকারীদের প্রাথমিক ধারণা, সমাজবিরোধীদের প্রতি বারবার আকৃষ্ট হন সনু পাঞ্জাবন।
রায় ঘোষণার সময় বিচারক কঠোর মন্তব্য করে সনু পাঞ্জাবনকে বলেন, মানুষ হওয়ার সীমা অতিক্রম করেছেন এবং কঠোরতম শাস্তির দাবিদার।
যৌন ব্যবসা চালানোর পাশাপাশি মানব পাচারের অভিযোগে দিল্লীর আদালত সোনুকে দোষী সাব্যস্ত করে ২৪ বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে। পাশাপাশি ৬৪ হাজার রুপি জরিমানাও করা হয়েছে।
গত ১৬ জুলাই দিল্লীর আদালত দোষী সাব্যস্ত করেছিল তাকে। তারপর তিহার জেলে বন্দি অবস্থায় মাথা যন্ত্রণার ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন সনু। এরপর তাকে ভর্তি করা হয়েছিল হাসপাতালে।
এই মুহুর্তে পড়া হচ্ছে
গুজবে কান দিয়ে রংপুরের যে যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে সেই শহিদুন্নবী জুয়েল আদতে ধর্মভিরু... আরও পড়ুন
নভেম্বরের শুরুতেই নয়া প্রেসিডেন্ট পেতে মার্কিন যুক্তরাষ্ট্রে ডাকযোগে আগাম ভোট শুরু হয়েছে চলতি মাসে। এরই... আরও পড়ুন
হাজী সেলিমপুত্র ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বহিস্কৃত কাউন্সিলর ইরফান সেলিম এবং তার দেহরক্ষী মোহাম্মদ... আরও পড়ুন
টানা দশ ঘণ্টা রাশিয়ার রাজধানী মস্কোতে বসে আলোচনার পর আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে সাময়িক যুদ্ধবিরতির... আরও পড়ুন
হঠাৎ করে ধর্ষণ বেড়ে যাওয়ায় সামাজিক মাধ্যমগুলোতে উদ্বিগ্ন আমজনতা। চলছে আন্দোলনও। দাবি উঠছে সর্বোচ্চ শাস্তি... আরও পড়ুন
প্রায় চার মাস বাদে পদ্মা সেতুর ৩২তম স্প্যান স্থাপনের মধ্য দিয়ে প্রায় ৫ কিলোমিটার দৃশ্যমান... আরও পড়ুন
উত্তর কোরিয়ার ক্ষমতাসীন ওয়ার্কাস পার্টির ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে একটি নতুন আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) উন্মোচন করেছে... আরও পড়ুন
সৌদি আরবের দক্ষিণাঞ্চলে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের পাঠানো একটি বিস্ফোরক ভর্তি ড্রোন ধ্বংস করেছে সৌদি এয়ার... আরও পড়ুন
করোনা আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আসন্ন সাধারণ নির্বাচনের আগে দেশটির ঐতিহ্য অনুযায়ী নির্বাচনী বিতর্ক... আরও পড়ুন
পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে চার শিশুকে গ্রেফতার করেছে পুলিশ। বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের... আরও পড়ুন
মন্তব্য করুন