
রিডার::পাকিস্তান
আর কিছুক্ষণ বাদেই রওনা দিতে হবে পাকিস্তানে।দেশে ফিরলে নিশ্চিত কারাগার জীবন। অসুস্থ, শয্যাশায়ী স্ত্রীকে হাসপাতালের বিছানায় ফেলে উড়ে যেতে তৈরী হয়েছিলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ।
যে দেশে জলপাই শাসকদের বেড়াজালে গণতন্ত্রের রেয়াদে ঢাকা পড়ে যায় রাজনীতিবিদদের জীবন !
বিমানে চড়ে বসার আগে শেষ বারের মতো হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা স্ত্রীর মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন নওয়াজ। পাশে দাঁড়িয়ে এক হাতে মুখ ঢেকে কাঁদছেন মেয়ে মরিয়ম। অন্য হাত আলতো করে ছুঁয়ে রয়েছে মায়ের পায়ে।
শুক্রবার লন্ডন থেকে বিমানে পাকিস্তান রওনা দেওয়ার আগে মেয়ে মরিয়মকে সঙ্গে নিয়ে লন্ডনের হার্লে স্ট্রিট ক্লিনিকে যান তিনি। সেখানেই লাইফ সাপোর্টে চিকিৎসা চলছে স্ত্রী কুলসুম শরিফের।
সেই কেবিনে কিছুক্ষণ কাটান বাপ-মেয়ে। কেবিনে উপস্থিত এক পাক সাংবাদিক তখন এরকমই এক আবেগাপ্লুত মুহূর্তের ছবি ক্যামেরাবন্দি করে টুইট করেন। ক্যাপশনে লেখেন, ‘সুদূর ভবিষ্যতেও অনেকের মনে রয়ে যাবে এই ছবিটি’।
Irrespective to whom You support this image is very tragic , a husband leaving his wife on death bed and a daughter knows possibly behind the bars she cant see the face of her ill mother ever again…this picture speaks it self Goodbyes are hard !!#PMLN #nawazsharifreturns pic.twitter.com/L7DK9daDKU
— Qamber Zaidi (@qamber_zaidi) July 13, 2018
কিছুক্ষণের মধ্যে সেটা রি-টুইটও করেন নওয়াজ-কন্যা। এই ছবিটিই যেন পাক নাগরিকদের মনে নওয়াজের ভাবমূর্তি অনেকটাই বদলে দিল।
আবেগে ভেসে নওয়াজের পক্ষে অনেকেই গলা মেলালেন সোশ্যাল মিডিয়ায়। কড়া ভাষায় আক্রমণ করলেন পাক-সরকারকে।
লন্ডনের দলীয় সভার এক বক্তব্যে তিনি বলেন, ‘অসুস্থ স্ত্রীকে ছেড়ে আসা সহজ নয়, কিন্তু দেশের জন্য এই আত্মত্যাগ তাঁকে করতেই হবে। তিনি বলেছিলেন, ‘মরিয়ম এবং আমি জেলে যাওয়ার জন্যই দেশে ফিরছি। তাঁরা আমাকে ফাঁসিকাষ্ঠেও চড়াতে পারেন। কিন্তু খুব ভালো করে জানি, আত্মত্যাগ ছাড়া স্বাধীনতা আনা যায় না।’
শুক্রবার রাতে লাহোরে ফেরেন নওয়াজ ও তাঁর কন্যা। ওই রাতে তাঁদের দু’জনকে পানামা পেপারস কেলেঙ্কারীতে জড়িত থাকার দায়ে গ্রেপ্তার করা হয়। রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে রয়েছেন তাঁরা। সেখানে ‘বি ক্লাস’ সুবিধা পাচ্ছেন তাঁরা।
এই মুহুর্তে পড়া হচ্ছে
গুজবে কান দিয়ে রংপুরের যে যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে সেই শহিদুন্নবী জুয়েল আদতে ধর্মভিরু... আরও পড়ুন
নভেম্বরের শুরুতেই নয়া প্রেসিডেন্ট পেতে মার্কিন যুক্তরাষ্ট্রে ডাকযোগে আগাম ভোট শুরু হয়েছে চলতি মাসে। এরই... আরও পড়ুন
হাজী সেলিমপুত্র ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বহিস্কৃত কাউন্সিলর ইরফান সেলিম এবং তার দেহরক্ষী মোহাম্মদ... আরও পড়ুন
টানা দশ ঘণ্টা রাশিয়ার রাজধানী মস্কোতে বসে আলোচনার পর আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে সাময়িক যুদ্ধবিরতির... আরও পড়ুন
হঠাৎ করে ধর্ষণ বেড়ে যাওয়ায় সামাজিক মাধ্যমগুলোতে উদ্বিগ্ন আমজনতা। চলছে আন্দোলনও। দাবি উঠছে সর্বোচ্চ শাস্তি... আরও পড়ুন
প্রায় চার মাস বাদে পদ্মা সেতুর ৩২তম স্প্যান স্থাপনের মধ্য দিয়ে প্রায় ৫ কিলোমিটার দৃশ্যমান... আরও পড়ুন
উত্তর কোরিয়ার ক্ষমতাসীন ওয়ার্কাস পার্টির ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে একটি নতুন আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) উন্মোচন করেছে... আরও পড়ুন
সৌদি আরবের দক্ষিণাঞ্চলে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের পাঠানো একটি বিস্ফোরক ভর্তি ড্রোন ধ্বংস করেছে সৌদি এয়ার... আরও পড়ুন
করোনা আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আসন্ন সাধারণ নির্বাচনের আগে দেশটির ঐতিহ্য অনুযায়ী নির্বাচনী বিতর্ক... আরও পড়ুন
পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে চার শিশুকে গ্রেফতার করেছে পুলিশ। বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের... আরও পড়ুন
মন্তব্য করুন