
রিডার::গ্রিস
গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ দাবানলের শিকাড় হল গ্রিকরা। বুধবার পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৮০-তে।
সাগর থেকে কয়েক মিটার দূরে শিশুসহ ২৬টি মৃতদেহ পাওয়া গেছে বলে রেডক্রসের খবরে বলা হয়। পরিস্থিতি মোকাবেলায় আন্তর্জাতিক সহায়তাও চেয়েছে দেশটির সরকার।
এর আগে একজেন ফটো সাংবাদিক আরও চারটি মরদেহ দেখেছে বলে জানিয়েছে।
বহু পরিবারের সব সদস্য দাবানলের শিকাড় হয়ে মারা পড়েছে।তাদের মধ্যে কারও কারও দেহবশেষ পাওয়া যায় নি।
আগুন নিয়ন্ত্রণে হাজার হাজার দমকলকর্মীর লড়াইয়ের মধ্যেই রাজধানী এথেন্সের কাছাকাছি অনেক এলাকার লোকজন বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন।
বিবিসি বলছে, দাবানলের মধ্যে নৌকায় করে পালিয়ে যাওয়ার সময় ১০ পর্যটককে খুঁজতে উদ্ধার অভিযান শুরু হয়।
পরিস্থিতি মোকাবেলায় সরকারি সমন্বয়ে সহায়তা করতে বসনিয়া সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরেছেন গ্রিসের প্রধানমন্ত্রী অ্যালেক্সি সিপারাস।
অ্যালেক্সি সিপারাস বলেন, ‘আগুন নিয়ন্ত্রণে মানুষের পক্ষে যা যা করা সম্ভব, তার সবই করবো আমরা।’
আগুন নিয়ন্ত্রক বাহিনীর মুখপাত্র স্টেভরওলা বলেন, ‘দুর্ঘটনা স্থল থেকে নিকটবর্তী হওয়া লোকজন সেখান থেকে সঠিক সময়ে সরে যেতে পারেনি।’
সামাজিক যোগাযোগমাধ্যমে দাবানলের কারণে ধ্বসে পড়া ভবন, কমলা ধোঁয়ায় ঢেকে যাওয়া আকাশ এবং গাড়িতে করে পালিয়ে যাওয়া মানুষের ভিডিও ছড়িয়ে পড়েছে বলেও জানিয়েছে বিবিসি।
মন্তব্য করুন